মুম্বই: আনন্দের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)।  চলতি বছরটা তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছরই তাঁরা বিবাহিত জীবন শুরু করেছেন। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর তাঁরা নতুন জীবন শুরু করেছেন। শুধু তাই নয়, বিয়ের দু মাসের মধ্যেই আরও একটি সুখবর দিয়েছেন রণবীর - আলিয়া। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে, তাঁদের জীবনে নতুন সদস্য আসতে চলেছে। এ তো গেল তাঁদের ব্যক্তিগত জীবন। অন্যদিকে পেশার দিক থেকেও সাফল্যের মধ্যে রয়েছেন তাঁরা। গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তাঁদের ছবি 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। আর এই ছবি দিয়েই প্রথমবার পর্দায় জুড়ে বেঁধেছেন তাঁরা। ছবিহ হিট। শুধু হিট নয়, দীর্ঘদিন বাদে বলিউড কোনও সফল ছবির মুখ দেখছে 'ব্রহ্মাস্ত্র'র হাত ধরে। বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। সম্প্রতি বাড়িতে একান্তে সময় কাটানোর ছবি পোস্ট করলেন আলিয়া। সেই ছবিতে রোম্যান্টিক মেজাজে দেখা যাচ্ছে দুই তারকাকে।


রণবীর - আলিয়ার রোম্য়ান্টিক ছবি-


ছুটির দিন রবিবার বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন। ছবিটি তাঁর এবং রণবীর কপূরের। তাতে দেখা যাচ্ছে, আলিয়ার নাকে ভালোবেসে চুম্বন করছেন রণবীর কপূর। আলিয়ার মুখেও ভালোবাসার পরিতৃপ্তি। দুই তারকার এমন ছবি দেখে আপ্লুত নেটিজেনরাও। ছবির ক্যাপশনে 'বাড়ি' লিখেছেন অভিনেত্রী।



আরও পড়ুন - Ali Asgar: কেন আর নারী চরিত্রে অভিনয় করেন না? আলি আসগরের উত্তরে চোখে জল নেটিজেনদের


অন্যদিকে, এদিন ট্রেড অ্যানালিস্ট সুমিত কেডাল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'র বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকে জানা গিয়েছে, ৫৫ শতাংশ ব্যবসা বেড়ে শনিবার 'ব্রহ্মাস্ত্র'র বক্স অফিস কালেকশন ১৫ কোটি টাকা। এখনও পর্যন্ত এই ছবি মোট ১৯৭.৯০ কোটি টাকার ব্যবসা করেছে দেশে। ৯ দিনে এই ছবির ব্যবসার অঙ্ক ১৯৭.৯০ কোটি টাকা। আশা করা যাচ্ছে, রবিবারও 'ব্রহ্মাস্ত্র' দারুণ ব্যবসা করবে। হতে পারে রবিবারের শেষে এই ছবির বক্স অফিস কালেকশন ২১৫ কোটি টাকা হবে। এছাড়াও, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, বিশ্বজুড়ে ব্যবসার হিসেবে 'দ্য কাশ্মীর ফাইলস'কে এখনই টপকে গিয়েছে 'ব্রহ্মাস্ত্র'। অনুপম খেরের 'দ্য কাশ্মীর ফাইলস' বিশ্বজুড়ে মোট ব্যবসা করে ৩৪০ কোটি টাকার। সেখানে এখনই ৩৫০ কোটি ব্যবসা ছাড়িয়ে গিয়েছে 'ব্রহ্মাস্ত্র'র। চলতি বছর মুক্তি পাওয়া হিন্দি ছবিগুলির মধ্যে এই ছবিই বিশ্বজুড়ে সবথেকে বেশি টাকার ব্যবসা করল এখনও পর্যন্ত। আর তাই এখনই এই ছবিকে ব্লকবাস্টার হিট বলে উল্লেখ করা হচ্ছে।