কলকাতা: সেফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলার ঘটনার পরে কী বাড়তি সতর্ক আলিয়া ভট্ট (Alia Bhatt) ও! জানুয়ারি মাসে সেফ আলি খানের ওপর হামলার পরে বাড়তি সতর্কতা জারি করেছে পতৌদি পরিবার। তাঁরা চিরকালই খুব স্বাভাবিকভাবে পাপারাৎজির সামনে আসেন। তাঁদের বাড়ির দুই ছোট্ট সন্তান, তৈমুর ও জেহ ও পাপারাৎজিদের ছবি তোলায় বেশ অভ্যস্থ। ক্যামেরার সামনে পোজ দিতে শিখে গিয়েছে তারাও। তবে বর্তমানে বাড়ির ছোটদের ছবি না তোলার অনুরোধ করেছেন সেফ আলি খান ও করিনা কপূর খান। হামলার পর থেকে তাঁরা সতর্ক হয়েছেন বাচ্চাদের নিরাপত্তা নিয়ে। সেই কারণে বাড়ির সামনে বর্তমানে কোনও পাপারাৎজিকে দাঁড়াতে দিচ্ছেন না তাঁরা। কোনও অনুষ্ঠানে তাঁরা গেলে ছবি তোলায় কোনও বাধা নেই, কিন্তু প্রতিদিনের ছবি তোলা থেকে আপাতত পাপারাৎজিদের বিরত থাকতে বলেছেন সেফ আলি খান ও করিনা। আর এবার কি সেই পথে হাঁটতে চলেছেন আলিয়া ভট্ট ও? 

আজ অনুরাগীরা খেয়াল করেছেন, নিজের ইনস্টাগ্রাম অ্য়াকাউন্ট থেকে একমাত্র কন্যা রাহা -র সমস্ত ছবি মুছে ফেলেছেন আলিয়া। এমনিতেই রাহার জন্মের পরে তাঁর ছবি প্রকাশ্যে আনতেন না আলিয়া। পাপারাৎজিদের সামনে প্রকাশ্যেও আনতেন না একরত্তি রাহাকে। তবে এক বছরের কিছুটা বেশি সময় আগে, নিজেরাই পাপারাৎজিদের সামনে রাহাকে নিয়ে আসেন তাঁরা। ছোট্ট রাহাকে দেখে মুগ্ধ গোটা নেটদুনিয়া। মুহূর্তে ভাইরাল হয়ে যায় রাহার ছবি। ক্রিসমাসের পোশাকে বাবা ও মায়ের কোলে চড়ে এসেছিল রাহা। প্রথমবার সে প্রকাশ্যে আসার পর আর রাখঢাক করেননি আলিয়া। সোশ্যাল মিডিয়ায় নেই রণবীর কপূর। তবে ইনস্টাগ্রামে হামেশাই আলিয়ার ছবি শেয়ার করে নিতেন আলিয়া। 

তবে দেখা যাচ্ছে, আজ ইনস্টাগ্রাম থেকে রাহার সমস্ত ছবি মুছে ফেলেছেন আলিয়া। অনেকেই মনে করছেন, সেফ আলি খানের ঘটনার পরে, বাড়তি সতর্কতা নেওয়ার জন্যই এই পদক্ষেপ নিয়েছেন আলিয়া। কেবল আলিয়া ভট্টের নতুন বছরের একটিই ছবি রয়েছে ইনস্টাগ্রামে। তবে সেখানে দেখা যাচ্ছে না রাহা-র মুখ।

 

আরও পড়ুন: Tollywood News: 'নিকষছায়া' নিয়ে ফিরছেন চিরঞ্জিৎ-পরমব্রত, নতুন সিনেমা আসছে একেনবাবু, গোরা-র ও