মুম্বই: বলিউডের দুই সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে ছবি করার জন্য চুক্তি করেছেন আলিয়া ভট্ট। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বন্ধু ক্যাটরিনা ও দীপিকার সঙ্গে আলাদাভাবে ছবি করবেন তিনি। এ বিষয়ে তাঁদের মধ্যে চুক্তি হয়েছে।
হাইওয়ে, উড়তা পঞ্জাব, ডিয়ার জিন্দেগি সহ বেশ কয়েকটি ছবিতে দুর্দান্ত অভিনয় করে সবার নজর কেড়ে নিয়েছেন আলিয়া। তিনি বলিউডের বর্তমান সময়ের অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয়। ক্যাটরিনা ও দীপিকাও একইরকম জনপ্রিয়। এই দুই অভিনেত্রীর সঙ্গে আলিয়ার সম্পর্ক বেশ ভাল। তাঁদের সঙ্গে ছবিতে অভিনয় করা নিয়ে আশাবাদী তিনি।
ভারতীয় ছবিতে মহিলাদের ভূমিকা বদলে যাওয়া প্রসঙ্গে আলিয়া বলেছেন, ‘বর্তমান সময়ে অভিনেত্রীদের ভূমিকার অনেক উন্নতি হয়েছে। কিন্তু এখনও অনেকদূর যেতে হবে। এখন সবচেয়ে ভাল বিষয় হল, অভিনেত্রীরা একে-অপরের পাশে থাকেন। এখন যদি তিনজন মেয়েকে নিয়ে দিল চাহতা হ্যায়-এর মতো কোনও ছবি বানানো হয়, তাহলে দারুণ ব্যাপার হবে।’
ক্যাটরিনা, দীপিকার সঙ্গে ছবি করবেন আলিয়া
Web Desk, ABP Ananda
Updated at:
28 Mar 2018 06:59 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -