মুম্বই: সদ্য মা হয়েছেন তিনি। শারীরিক পরিবর্তন এসেছে, বদলে গিয়েছে জীবনও। ধীরে ধীরে ফের আগের রুটিনে ফিরছেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। মা হওয়ার সময় বেশ কিছুটা ওজন বৃদ্ধি হয়েছিল আলিয়ার। সেই সময় তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় রণবীর কপূরের (Ranbir Kapoor)-এর একটি বক্তব্যও ভাইরাল হয়। সেই বক্তব্যে আলিয়ার ওজন বৃদ্ধি নিয়ে মজা করতে শোনা যায় রণবীরকে। নেটিজেনদের রোষের মুখে পড়ে পরবর্তীকালে এই মন্তব্যের জন্য ক্ষমাও চান রণবীর।
আর এবার সোশ্যাল মিডিয়ায় হলিউড অভিনেত্রী কেট উইন্সেট (Kate Winslet)-এর একটি সাক্ষাৎকারের অংশ সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। সেখানে নিজের বডি শেমিং-এর অভিজ্ঞতা ভাগ করে নিতে শোনা গেল অভিনেত্রীকে। 'টাইটানিক' (Titanic)-এর অভিনেত্রী 'টাইটানিক' ছবিতে অভিনয় করার আগে যথেষ্ট ওজন বেশি ছিল অভিনেত্রীর। আর সেই জন্য বডি শেমিং সহ্য করতে হয়েছিল অভিনেত্রীকে।
আরও পড়ুন: AR Rahman Birthday: ৯ বছর বয়সে বাবাকে হারান, ভালবাসা নয়, সংসার চালাতে সুর তৈরি করতেন এ আর রহমান
কেট উইন্সেট বলেছেন, 'আমি যদি আগের সময়ে ফিরে যেতে পারতাম তাহলে আমি সম্পূর্ণভাবে এই ঘটনার বিরুদ্ধে কথা বলতাম। নিজের মতো করে প্রতিবাদ করতাম। যে সাংবাদিক আমায় প্রশ্ন করেছিলেন, আমি তাঁকে বলতাম আমায় এভাবে বলার কোনও অধিকার নেই আপনার। আমি একজন যুবতী। আমার শরীর বদলাচ্ছে, আমি নিজের সঙ্গে নিজে লড়াই করছি। আমি চূড়ান্তভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমার কাছে জীবনটা আর কঠিন করে দেবেন না। এটা অপমানজনক। এটা মৌখিক হেনস্থা।'
কেট উইন্সলেটের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বডি শেমিং-এর বিরুদ্ধে বার্তা দিলেন আলিয়া।