বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিক শ্যুটিং-এ ব্যস্ত রণবীর আলিয়া। তাঁরা ছাড়াও এই ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চন ও মৌনি রায়কে। অয়ন মুখার্জীর এই ছবি ২০২০ সালে মুক্তি পাবার কথা।
সম্পর্ক নিয়ে যে কোনও প্রশ্নের উত্তরে বেশ খোলামেলা আলিয়া। রণবীরকে নিয়ে কোনও প্রশ্ন করা হলেই আলিয়া জানান তাঁর খুশির কথা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আমি সত্যি কথা বলছি, এটা একটা বন্ধুত্ত্বের সম্পর্ক। আমরা এখন নিজেদের কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত আর সেটাকে আমরা বেশ দুজনেই বেশ উপভোগ করছি। রণবীর শ্যুটিং-এ ব্যস্ত আর আমিও। আমাদের সবসময় একসঙ্গে দেখা যায় এমনটা মোটেই নয়। এটাই বোধহয় একটা সুখী সম্পর্কের সবচেয়ে ভালো পরিচয়।’ শেষকালে তিনি বলেন- ‘এই সম্পর্কে যেন কোনও নজর না লাগে।’
এর আগে শোনা গিয়েছিল লেক কোমোয় নাকি বিয়ে করছেন রণবীর- আলিয়া। কিন্তু এই জল্পনা উড়িয়া দিয়েছেন আলিয়ার না সোনি রাজদান।
আগামী দিনে ‘তক্ত’ ছবিতে দেখা যাবে আলিয়াকে।