লন্ডন: ভারতের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘুরে দাঁড়াল পাকিস্তান। ব্যাটিং, বোলিং উভয় ক্ষেত্রেই অলরাউন্ড পারফর্ম্যান্স করে লর্ডসে জয় পেল সরফরাজ আহমেদের দল। পাকিস্তান জিতল ৪৯ রানে।





এদিন টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক সরফরাজ। ব্যাটে শুরুটা ভালই করেন দুই ওপেনার ইমাম উল হক (৪৪) ও ফকর জামান (৪৪)। অর্ধ শতরানের ইনিংস খেলে দলকে শক্ত ভীতে দাঁড় করিয়ে দেন বাবর আজম (৬৯)।  হাফিজ সেভাবে নজর না কাড়তে পারলেও পাক দলকে তিনশোর গণ্ডি পার করিয়ে দেন হ্যারিস সোহেল। কাগিসো রাবাদা, লুঙ্গি এনডিডি, ক্রিস মরিস, ইমরান তাহিরের বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিং করেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। ৫৯ বলে ৮৯ রানের ইনিংস আসে সোহেলের ব্যাট থেকে। সেই সুবাদেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০৯ রানের লক্ষ্যমাত্রা রাখতে পারে পাক দল। ৩টি উইকেট পান লুঙ্গি এনগিডি। ২টি উইকেট এসেছে ইমরান তাহিরের ঝুলিতেও।


ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি প্রোটিয়াদের। শুরুতেই হাসিম আমলাকে আউট করে দক্ষিণ আফ্রিকাকে ধাক্কা দেন মহম্মদ আমির। এরপর ডি কক ও অধিনায় ডু প্লেসিস যুগলবন্দি করে দলকে এগিয়ে নিয়ে গেলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ৪৭ রানে ফেরেন ডি কক। ৬৩ রানেই থেমে যায় প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসিসের ইনিংস। এরপর সেভাবে আর খেলায় ফিরতে পারেননি মিলাররা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট খুইয়ে ২৫৯ রানই তুলতে পারে দক্ষিণ আফ্রিকা। আর এই হারের কারণেই তাদের জন্য শেষ চারে যাওয়ার দরজাও বন্ধ হয়ে গেল।


পাকিস্তান বোলারদের মধ্যে আজও নজর কেড়েছেন বাঁ হাতি স্পিডস্টার মহম্মদ আমির। তাঁর ঝুলিতে এসেছে ২টি উইকেট। ৩টি করে উইকেট পেয়েছেন সাদাব খান এবং ওয়াহাব রিয়াজ।