মুম্বই: বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ের খবর। এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, তাতে জানা গিয়েছে যে আগামী ১৩ থেকে ১৮ এপ্রিলের মধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুই তারকা। আর রণবীর-আলিয়ার বিয়ের খবরের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঋষি কপূর (Rishi Kapoor) ও নীতু কপূরের (Neetu Kapoor) বিয়ের আমন্ত্রণ পত্র। যদিও সেই আমন্ত্রণ পত্রের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।


ঋষি-নীতুর বিয়ের কার্ড-


১৯৮০ সালে নীতু কপূরকে বিয়ে করেন ঋষি কপূর। ১৯৮০ সালের ২৩ জানুয়ারি আর.কে স্টুডিওস-এ বসেছিল তাঁদের বিয়ের আসর। সেখানেই আয়োজিত হয় তাঁদের রিসেপশনও। পরিবার, বন্ধু, আত্মীয়দের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। সম্প্রতি যে ছবিটি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে, তাতে লেখা রয়েছে, 'শ্রীমান এবং শ্রীমতি রাজ কপূরের পক্ষ থেকে তাঁদের পুত্র ঋষি (প্রয়াত শ্রীমান ও শ্রীমতি পৃথ্বীরাজ কপূরের নাতি)র সঙ্গে নীতু (শ্রীমতি রাজি সিংহ)র কন্যার বিবাহ উপলক্ষে ২৩ জানুয়ারি ১৯৮০ আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান হচ্ছে।' নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ঋষি কপূর ও নীতু সিংহের বিয়ের আমন্ত্রণ পত্রের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। দুই তারকার বিয়ের কার্ড ভাইরাল হতেই কমেন্টে ভরিয়েছেন সাধারণ নেট নাগরিকরা।




আরও পড়ুন - Nysa Devgn Updates: বন্ধুদের সঙ্গে পার্টিতে স্বল্প পোশাকে নজর কাড়লেন অজয়-কন্যা নাইসা, ছবি ভাইরাল


প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়েতে অতিথি হিসেবে আমন্ত্রিত থাকতে পারেন বলিউডের একঝাঁক তারকা। পরিচালক সঞ্জয়লীলা বনশালী, জোয়া আখতার, অভিনেতা বরুণ ধবন থেকে মাসাবা গুপ্তারা হাজির থাকতে পারেন। দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের দাবি, দুই তারকার রিসেপশন পার্টতে দেখা যেতে পারে রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোন, সঞ্জয়লীলা বনশালী, আদিত্য চোপড়া, শাহরুখ খান, অয়ন মুখোপাধ্যায়, আদিত্য রয় কপূর, কর্ণ জোহরকে। রণবীর-আলিয়ার বিয়ের পোশাক নিয়েও নানা তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, বিয়েতে আলিয়া ভট্ট সাজবেন মনীশ মলহোত্র এবং সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে। যদিও দুই তারকার পক্ষ থেকে কিংবা তাঁদের পরিবারের পক্ষ থেকে এখনও অফিশিয়ালি কিছু জানানো হয়নি।