কলকাতা: ছবি মুক্তির ঠিক এক সপ্তাহ আগে আজ মুক্তি পেল শাহরুখ খান (Shah Rukh Khan), নয়নতারা (Nayanthara), বিজয় সেতুপতি (Vijay Sethupathi) অভিনীত 'জওয়ান' ছবির ট্রেলার ('Jawan' Trailer Out)। যা ইতিমধ্য়েই হিট ভক্তদের মধ্য়ে। আর ট্রেলারের একটি অংশে শাহরুখ খানকে যখন জিজ্ঞাসা করা হয় "তুমহে চাহিয়ে কেয়া," তাঁর উত্তরে কিং খান বললেন "চাহিয়ে তো আলিয়া ভাট।" আর এই মন্তব্য়েরই জবাব দিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট।
ট্রেলারের ভূয়সী প্রশংসা করে অভিনেত্রীর সপাট জবাব, 'অর বেচারি দুনিয়া কো চাহিয়ে স্যারফ এসআরকে', অর্থাৎ গোটা বিশ্বের শাহরুখ খানকে চাই।
আরও পড়ুন...
পুষ্টিগুণে ঠাসা! কী কী উপকার মিলবে মুসাম্বিতে?
উল্লেখ্য়, প্রিভিউয়ের পর ট্রেলারে এবার আরও খানিক বিস্তারে দেখা গেল শাহরুখ খানের একাধিক লুক। বাবা ও ছেলে দুই চরিত্রেই অভিনয় করেছেন তিনি। তবে একা শাহরুখ নন, পাল্লা ভারী দক্ষিণী তারকা বিজয় সেতুপতিরও। প্রত্যেক ঝলকে নজর কাড়লেন তিনি। সেই সঙ্গে লেডি সুপারস্টার নয়নতারা তো আছেনই। দীপিকা পাড়ুকোনের হাতে আছাড়ও খেতে দেখা গেল শাহরুখকে। অর্থাৎ ছবিতে অ্যাকশন থাকছে ভরপুর, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। দেখা মিলল সানিয়া মলহোত্র, প্রিয়মণি, প্রমুখের। মশকরা ভরা সংলাপের আভাস মিলল খানিক।
প্রসঙ্গত, আজ দুবাইয়ের স্থানীয় সময় রাত ৯টায় বুর্জ খলিফায় প্রদর্শিত হবে 'জওয়ান' ট্রেলার। তার জন্য ইতিমধ্যেই দুবাই উড়ে গিয়েছেন শাহরুখ খান ও অ্যাটলি। তার আগে ঠিক দুপুর ১১.৫৮ মিনিটে 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার করা হল ট্রেলার।
বুধবার চেন্নাইয়ে 'জওয়ান' ছবির প্রি-রিলিজ ইভেন্টে হাজির হন কিং খান। সঙ্গী অবশ্যই পরিচালক অ্যাটলি ও ছবির অন্যান্যরাও। হাততালি, উচ্ছ্বাস, আলোর রোশনাই, গান বাজনার মাধ্যমে দক্ষিণী দর্শকের মন জয় করে এসেছেন বলিউডের কিং। ছবির একাধিক গানে মঞ্চে পারফর্ম করেন এদিন শাহরুখ। বলাই বাহুল্য দর্শক তখন 'ক্লাউড নাইন'-এ।
দর্শকের সঙ্গে কথোপকথনের সময় শাহরুখ খান বলেন, 'আমি কৃতজ্ঞ। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তামিল ছবি খুব ভালবাসি। আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম যে শ্রেষ্ঠ ছবি তামিলেই তৈরি হয়।' অ্যাটলি পরিচালিত 'জওয়ান' চলতি বছরে শাহরুখ খানের দ্বিতীয় ছবি। ২০২৩ সালে তাঁর প্রথম ছবি 'পাঠান' বক্স অফিসে ঝড় তোলে, এবার দেখার পালা 'জওয়ান' কেমন ফল করে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial