সঙ্গে ছিলেন আলিয়ার ঘনিষ্ঠ বান্ধবী মেঘনা গোয়েল। ঠিক রাত ১২ টায় আলিয়া কাটেন কেক। ক্যাজুয়াল ক্রিম রঙা শার্ট ও শর্টসে খোশ মেজাজে ধরা দিলেন আলিয়া। শুধু রণবীর কেন, আলিয়ার ধারে-পাশে দেখা গেল না তাঁর মা-বাবাকেও। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন রণবীর-আলিয়া। ছবির ভিএফএক্সের বেশ কিছু কাজ এখনও বাকি। কিন্তু রণবীর কেন আলিয়ার পাশে নেই জন্মদিনে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে বলিউডের আনাচে-কানাচে। আলিয়ার জন্মদিন কিন্তু নেই রণবীর, কেন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Mar 2020 02:06 PM (IST)
কপূর খানদানের বউ হওয়া আর শুধু সময়ের অপেক্ষা, এমনটাই জল্পনা। তাই আলিয়ার জন্মদিনে রণবীরের উপস্থিতি খুবই স্বাভাবিক। কিন্তু সকলকে অবাক করে আলিয়ার জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে গর গাজির রণবীর।
মুম্বই: ২৭ এ পড়লেন আলিয়া। এই মুহূর্তে তিনি বলিউড সিনেদুনিয়ার হার্টথ্রব। ভাল অভিনয়ের জন্য তো বটেই, রণবীর কপূরের সঙ্গে সম্পর্কের জন্যও সবসময় চর্চায় আলিয়া। কপূর খানদানের বউ হওয়া আর শুধু সময়ের অপেক্ষা, এমনটাই জল্পনা। তাই আলিয়ার জন্মদিনে রণবীরের উপস্থিতি খুবই স্বাভাবিক। কিন্তু সকলকে অবাক করে আলিয়ার জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে গর গাজির রণবীর। আলিয়া কেক কাটলেন তাঁর বান্ধবীদের সঙ্গে। সেই দলে ছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা রঞ্জনও। এক সঙ্গে দুটি কেক কাটলেন আলিয়া। মঞ্জরীর গাইলেন ‘হ্যাপি বার্থ ডে’ সং।