মুম্বই: রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ে নিয়ে বিস্তর জল্পনা চলছে। দুই পরিবারের সদস্য এবং দুই তারকা মুখে কুলিপ এঁটেছেন এই প্রসঙ্গে। কিন্তু তাঁদের ঘনিষ্ঠ সূত্রে থেকে জানা যাচ্ছে, জোরকদমে দুই তারকার বিয়ের প্রস্তুতি চলছে। এবার দুই তারকার বিয়ের খবরে সিলমোহর দিলেন আলিয়া ভট্টের দাদা রাহুল ভট্ট। পাশাপাশি জানা গেল বিয়ের তারিখও।
রণবীর-আলিয়ার বিয়ের প্রসঙ্গে রাহুল ভট্ট-
এক সাক্ষাৎকারে আলিয়া ভট্টের দাদা রাহুল ভট্ট (Rahul Bhatt) বলেন, 'হ্যাঁ। বিয়েটা হচ্ছে। আর আমি সেখানে আমন্ত্রিত রয়েছি। যদিও আমি সেখানে একেবারেই গান গাইতে কিংবা নাচতে যাচ্ছি না। আমি পেশাগতভাবে একজন জিম প্রশিক্ষক। আর সেখানে আমাকে বাউন্সারের ভূমিকাতেও দেখা যেতে পারে। আমি এই বিয়ের রক্ষাকারী।' আলিয়া ভট্টের কাকা রবিন ভট্ট আবার অন্যদিকে জানিয়েছেন যে, আগামী ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রণবীর-আলিয়া। উৎসব শুরু হয়ে যায় ১৩ এপ্রিল থেকে। অতএব আলিয়া ভট্টের পরিবারের দুই সদস্যের কথায় পরিষ্কার যে, গুঞ্জন মতো চলতি মাসের মাঝামাঝিতেই বিয়ে হতে চলেছে তাঁদের।
আরও পড়ুন - Will Smith Oscars Ban: অস্কার থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ, প্রশ্নের মুখে অ্যাকাডেমির সিদ্ধান্ত
প্রসঙ্গত, সম্প্রতি পাপারাজ্জিদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে তাঁরা নীতু কপূরকে রণবীর-আলিয়ার বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করছেন। আর তার উত্তরও দেন তিনি। সম্প্রতি যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে, নীতু কপূরকে পাপারাজ্জিরা জিজ্ঞাসা করছেন যে, 'নীতু জি বিয়ের তারিখ তো বলে দিন।' নীতু কপূর উত্তরে জিজ্ঞাসা করছেন, 'কার?' রণবীর-আলিয়ার বিয়ের কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'তারিখ কি আছে কিছু? ঈশ্বরই জানেন।' আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে, যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, 'কেউ বলছেন ১৪ এপ্রিল, কেউ বলছেন ১৫ এপ্রিল। আপনিই বলে দিন।' নীতু কপূর বলেন, 'আমি তো বলব হয়েই গিয়েছে।'