মুম্বই: পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়ার প্রয়োজন হয় না। সোশ্যাল মিডিয়াতেই অনুরাগীদের সঙ্গে নিজের ছবি শেয়ার করে নেন আলিয়া ভট্ট। তাঁর ইনস্টাগ্রামে নজর রাখলেই সেখানে নায়িকার বিভিন্ন মুডের ছবি পেয়ে যান অনুরাগীরা। একদিকে যেমন দর্শকরাও অপেক্ষা করে থাকেন যে কখন প্রিয় নায়িকার হাসি মুখের ছবি দেখতে পাবেন। তেমন 'রাজি' অভিনেত্রীও তাঁদের একেবারেই হতাশ করেন না। নিজের স্কিন কেয়ার টিপস থেকে শুরু করে কোন ছবির শ্যুটিং করছেন, সবই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিতে পছন্দ করেন আলিয়া ভট্ট।



অভিনেত্রী হিসেবে আলিয়া কতটা দক্ষ, তা আমরা বিভিন্ন ছবিতেই বারবার প্রমাণ পেয়েছি। তার সঙ্গে এরও প্রমাণ পাওয়া যায়, তিনি কতটা ফ্যাশন সচেতন। পোশাক থেকে মেকআপ, ফ্যাশনের সঙ্গে সমঝোতা করতে একেবারেই নারাজ নায়িকা। আর তা বারবারই ধরা পড়ে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। সম্প্রতি স্টাইলিস্ট লক্ষ্মী লেহর আলিয়া ভট্টের বেশ কিছু ফোটোশ্যুট সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রীকে পোশাকের সঙ্গে মানানসই অথচ ফ্যাশনেবল প্রসাধনীর সঙ্গে দেখা যাচ্ছে। 



অত্যধিক চড়া মেক আপ নয়, বরং হালকা মেক আপের সঙ্গে ফ্যাশনেবল পোশাকই পছন্দ আলিয়ার। ন্যুড মেকআপে আরও মোহময়ী হয়ে ওঠেন তিনি। 


প্রসঙ্গত, কর্ণ জোহরের পরিচালনায় নতুন ছবি 'রকি অ্যান্ড রানি লাভ স্টোরি'তে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভট্টকে। বিপরীতে রয়েছেন বলিউডের হ্যান্ডসাম অভিনেতা রণবীর সিংহ। ছবির শ্যুটিয়ের একটি দৃশ্য নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওটিতে তাঁকে একেবারেই অন্যরকম লুকে দেখা যাচ্ছে। এথনিক শাড়ির সঙ্গে হালকা মেকআপ। ডিজাইনার ব্লাউজ। আর তার সঙ্গে ছোট্ট একটা টিপ। যে কোনও পুরুষের হৃদয়ে ঝড় তুলতে পারে আলিয়ার এই লুক। 



সম্প্রতি ক্যামেরায় ধরা পড়েছে আলিয়া ভট্ট এবং তাঁর প্রেমিক রণবীর কপূরের অফ স্ক্রিন কেমিস্ট্রিও। স্টাইলিস্ট লক্ষ্মী লেহর-র ফোটোশ্যুটে আলিয়ার কপালে চুম্বন করতে দেখা যায় 'রকস্টার' অভিনেতাকে। যা নিয়ে আবার তাঁদের রসায়ন যে কতটা গভীরে সে সম্পর্কে মন্তব্য করতে ছাড়েননি নেটিজেনরা।