মুম্বই: সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর প্রেম নিয়ে গুঞ্জন কম নয়। এবার সেই সিদ্ধার্থকে বলিউডের সেরা চুম্বনকারীর আখ্যা দিলেন আলিয়া ভট্ট। নেহা ধুপিয়ার অডিও চ্যাট শো #নোফিল্টারনেহা-য় আলিয়া এই বোমাটি ফাটিয়েছেন।





নেহা ধুপিয়ার এই চ্যাট শো কোনও রাখঢাক না রেখে খোলামেলা আলোচনার জন্য বিখ্যাত। সেখানেই সাক্ষাৎকার চলাকালীন নেহা বলেন, আগে এই শো-এ এসে অর্জুন কপূর বলেছিলেন, দীপিকা পাড়ুকোন বা পরিণীতি চোপড়া নন, আলিয়াই ‘বেস্ট কিসার’। সঙ্গে সঙ্গে আলিয়ার প্রতিক্রিয়া, অর্জুনও খুব ভাল চুমু খান কিন্তু অভিনেতাদের মধ্যে ‘বেস্ট কিসার’ সিদ্ধার্থ মালহোত্রা!

আলিয়া ও অর্জুন

আলিয়া বলেন, দেখ, অর্জুনের সঙ্গে একটা ছবিতে কাজ করেছি, ও খুব ভাল কিসার। কিন্তু সিডের সঙ্গে দুটোয় কাজ করেছি তাই ওর সঙ্গে বেশি প্র্যাকটিস রয়েছে। তাই মনে হয়, এই অ্যাওয়ার্ডটা সিডের পাওয়া উচিত।