মুম্বই: গত ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt) এবং রণবীর কপূর (Ranbir Kapoor)। গত মাসের এই দিনেই রণবীর কপূরের বাড়ি বাস্তুতে চারহাত এক হয় দুই তারকার। বিয়ের পর নানা ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে নেন অভিনেত্রী। আজ রুপকথার মতো এই বিয়ের এক মাস পূরণ হল। আর বিয়ের এক মাস পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় একাধিক রোম্যান্টিক ছবি পোস্ট করলেন আলিয়া।
বিয়ের একমাস পূর্তিতে রণবীর-আলিয়ার রোম্যান্টিক ছবি-
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একাধিক ছবি পোস্ট করেছে আলিয়া ভট্ট (Alia Bhatt)। তার কোনওটিতে লাল পোশাকে রণবীর (Ranbir Kapoor) গলা জড়িয়ে রোম্যান্টিক মেজাজে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আবার কোনও ছবিতে রিসেপশন পার্টির পোশাকে দেখা যাচ্ছে দুই তারকাকে। 'রাজি' অভিনেত্রীর ছবিতে ভালোবাসায় ভরিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য় তারকারা। সোনি রাজদান, বরুণ শর্মা এবং অন্যান্যরা ভালোবাসার চিহ্ন দিয়ে কমেন্ট করেছেন।
আরও পড়ুন - Salman Khan: 'কভি ইদ কভি দিওয়ালি' ছবিতে অপ্রত্যাশিত লুকে সলমন, প্রকাশ্যে শ্যুটিংয়ের ছবি
প্রসঙ্গত, রণবীর কপূরের মা অভিনেত্রী নীতু কপূরকে (Neetu Kapoor) সম্প্রতি ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা। নাচের রিয়েলিটি শো 'ডান্স দিওয়ানে জুনিয়রস'-এ (Dance Deewane Juniors) বিচারকের ভূমিকায় রয়েছেন নীতু কপূর। সুযোগ পেয়েই পাপারাৎজিদের প্রশ্ন বৌমা আলিয়ার ব্যাপারে। ভাইরাল একটি ভিডিওয় দেখা যায়, পাপারাৎজিরা নীতু কপূরকে জিজ্ঞেস করছেন, 'বৌমা কেমন আছে?' সঙ্গে উচ্ছ্বসিত উত্তর আসে, 'বৌমা! দারুণ, বৌমা খুব ভাল।' হাসিতে মুখ চওড়া হয়ে যায় নীতু কপূরের। এর আগেও আলিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে নীতু বলেন, 'আমার সঙ্গে আমার শাশুড়ির সম্পর্ক ছিল দুর্দান্ত। তিনি আমাকে তাঁর ছেলের থেকেও বেশি ভালবাসতেন এবং আমি সেটা জানি। আলিয়ার সঙ্গেও আমার তেমনই সম্পর্ক কারণ ও খুব ভাল মেয়ে।'