কলকাতা: বলিউডে জেন ওয়াই তারকাদের মধ্য়ে অন্য়তম আলিয়া ভট্ট। এবার তাঁকে দেখা যাবে সম্পূর্ণ অন্য় ভূমিকার। বলিউডসূত্রে খবর অনুযায়ী, যশরাজ ফিল্মস এই প্রথমবার নারীকেন্দ্রিক ছবি বানাতে চলেছে। আর সেখানেই নাম ভূমিকার থাকবেন রণবীর ঘরণী। শোনাযাচ্ছে, এই ছবিতে একজন গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে এই ছবিটি কে পরিচালনা করবেন সেবিষয়ে কিছু জানা যায়নি।
শাহরুখ খান, সলমন খান,হৃতিক রোশন থেকে শুরু করে বলিউডের প্রথম সারির অভিনেতারা ইতিমধ্য়েই স্পাই থ্রিলারে অভিনয় করেছেন। যশরাজ ফিল্মস তরফ থেকে জানানো হয়েছে, আজকের তারিখে দাঁড়িতে আলিয়া বলিউডের অন্য়তম প্রতিভাময়ী অভিনেত্রী। তাই তাঁকেই এই ভূমিকার নেওয়ার কথা ভাবা হচ্ছে।
পাশাপাশি প্রযোজক আদিত্য় চোপড়াও আলিয়া ভট্টকে নিয়ে বেশ আশাবাদী। তাঁর মতে, আলিয়াকে এর আগে এই ধরণের চরিত্রে দর্শক দেখেননি। তাই এই চরিত্রের অভিনবত্ব দর্শককে মুগ্ধ করবেই। তবে এই ছবির নাম কী হবে তাও এখনও ঠিক হয়নি।
প্রসঙ্গত, চলতি বছরই মুক্তি পাচ্ছে আলিয়া ভট্ট ও রণবীর সিংহ অভিনীত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র (Rocky Aur Rani Ki Prem Kahani) । এই দুইয়ের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমি। এছাড়াও রয়েছেন বাংলার দুই অভিনেতা চৃর্ণী গঙ্গোপাধ্য়ায় ও টোটা রায়চৌধুরীর মত অভিনেতারা।
আরও পড়ুন...
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন