এক্সপ্লোর
আজ ক্যাটরিনার জন্মদিন, দেখুন কীভাবে তাঁকে শুভেচ্ছা জানালেন বেস্ট ফ্রেন্ড আলিয়া

মুম্বই: যখন প্রথম আলিয়া ভট্ট ও রণবীর কপূরের প্রেম কাহিনী প্রকাশ্যে আসে, শোনা গিয়েছিল, বেজায় চটেছেন রণবীরের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। কিন্তু সে সব রাগারাগি দেখা যাচ্ছে মিটে গিয়েছে, বরং ক্যাট আর আলিয়ার ঘনিষ্ঠতা বেড়েছে আরও। আজ ক্যাটরিনার জন্মদিন। আলিয়া ইনস্টাগ্রামে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। সঙ্গে পোস্ট করেছেন দুজনের এক সঙ্গে ছবি।
আলিয়া-ক্যাটরিনা অবশ্য এখনও কোনও ছবিতে এক সঙ্গে কাজ করেননি। কিন্তু তা সত্ত্বেও তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব। শোনা যায়, জিম করতে গিয়ে তাঁদের আলাপ, সেখান থেকে ঘনিষ্ঠতা। রণবীরের সঙ্গে আলিয়ার প্রেমের খবর জানাজানি হওয়ার পর ক্যাটরিনা ইনস্টাগ্রামে লিখেছিলেন, যখন দেখব, তখনই বিশ্বাস করব। পোস্টে কারও নাম না করলেও অনেকেই ভেবেছিলেন, আলিয়া-রণবীর ঘনিষ্ঠতার কথাই আসলে উল্লেখ করেন তিনি। [embed]https://www.instagram.com/p/Bek6cbtgA88/?utm_source=ig_embed[/embed]
আলিয়া-ক্যাটরিনা অবশ্য এখনও কোনও ছবিতে এক সঙ্গে কাজ করেননি। কিন্তু তা সত্ত্বেও তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব। শোনা যায়, জিম করতে গিয়ে তাঁদের আলাপ, সেখান থেকে ঘনিষ্ঠতা। রণবীরের সঙ্গে আলিয়ার প্রেমের খবর জানাজানি হওয়ার পর ক্যাটরিনা ইনস্টাগ্রামে লিখেছিলেন, যখন দেখব, তখনই বিশ্বাস করব। পোস্টে কারও নাম না করলেও অনেকেই ভেবেছিলেন, আলিয়া-রণবীর ঘনিষ্ঠতার কথাই আসলে উল্লেখ করেন তিনি। [embed]https://www.instagram.com/p/Bek6cbtgA88/?utm_source=ig_embed[/embed] বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















