কলকাতা: কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'-এ (Pherari Mon) এবার আসল নকলের সূক্ষ্ম রেখাও কি মিলিয়ে যাবে? পুনর্জন্মের (Resurrection) সাক্ষী হবেন দর্শক? কী হতে চলেছে ধারাবাহিকে? (Bangla Serial Update)


'ছাই চাপা আগুন!', ফিরে আসবে আসল অগ্নি?


অগ্নি বেশে ভোলাকে দেখে পরমা কিছুতেই মানতে রাজি হয় না যে অগ্নি এখনও বেঁচে আছে। সে যে নিজের হাতে তাকে খুন করেছিল! আসল বিষয়টা ঠিক কী তা খতিয়ে দেখতে পরমা নতুন মতলব আঁটে। রায় বর্মনদের বাড়িতে একটা পার্টি দেওয়া হয়, যেখানে পরমা ঠিক করে এই অগ্নি যে আসল অগ্নি নয়, তা প্রমাণ করে দেবে। কিন্তু এবারও ভোলা কে বাঁচিয়ে দেয় তুলসি। 


অন্যদিকে, তুলসি ভোলার সাহায্য নিয়ে পরমাকে ভয় দেখাতে শুরু করে। বারবার তাকে মনে করায়, অগ্নির আসল খুনি আর কেউ নয়, পরমা নিজে। এই অগ্নি যে নকল তা প্রমাণ করতে না পেরে, পরমা আর নিখিল অবশেষে সেই জায়গায় গিয়ে পৌঁছয় যেখানে অগ্নিকে তারা কবর দিয়েছিল। কিন্তু মাটি খোঁড়ার পর কোনও লাশ সেখানে দেখতে পাওয়া যায় না!


 






অগত্যা কোনও রাস্তা না খুঁজে পেয়ে পরমা ফের নয়া ফন্দি আঁটে। এবার আরও সাংঘাতিক! সে অগ্নি আর তুলসিকে একসঙ্গে পুড়িয়ে মারার ব্যবস্থা করে! অসহায় তুলসি ভোলেবাবাকে স্মরণ করে। এই সমস্ত কিছুর মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটে - ভোলেবাবার আশীর্বাদেই যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসে আসল অগ্নি। এবার অগ্নি ফিরে এলে, শেষ হাসি হাসবে কে? সঠিক কাজের জন্য মিথ্যার আশ্রয় নেওয়া তুলসির না কি চিরকাল মিথ্যার পুজো করে আসা পরমার? 


আরও পড়ুন: Prosenjit Chatterjee: রুপোলি পর্দার মায়েদের নিয়ে 'অযোগ্য' দর্শন প্রসেনজিতের, পোস্ট করলেন ভিডিও


এরপর কী হবে তা জানতে দেখতে হবে 'ফেরারি মন' ধারাবাহিকে প্রতিদিন বিকেল সাড়ে ৬টায় কালার্স বাংলায় আর যে কোনও সময়ে জিও সিনেমায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।