নয়াদিল্লি: ফিট থাকার জন্য আলিয়া ভট্টের পরিশ্রমের কথা কারুর অজানা নয়। নিয়মিত জিমে ঘাম ঝরান বলিউড অভিনেত্রী। সম্প্রতি ‘কলঙ্ক’ সিনেমার অভিনেত্রী তাঁর ওয়ার্ক আউট সেশনের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাঁকে তাঁর বন্ধু আকাঙ্খা রঞ্জন কপূরের সঙ্গে শূন্যে যোগাভ্যাস করতে দেখা যাচ্ছে। ছাদ থেকে বাঁধা একটি কাপড়ের লম্বা টুকরোতে ঝুলন্ত অবস্থায় তাঁদের যোগ করতে দেখা যাচ্ছে।



এরইমধ্যে মালাইকা অরোরা আলিয়ার ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ফ্লাইং ডিভাস আলিয়া ভট্ট, আকাঙ্খা রঞ্জন কপূর শূন্যে যোগাভ্যাস করছেন।
আলিয়ার ‘কলঙ্ক’ সিনেমা সদ্যই মুক্তি পেয়েছে। তিনি এখন তাঁর বহুপ্রতিক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বুলগেরিয়া, নিউইয়র্ক ও মুম্বইয়ের মতো জায়গায় সিনেমার শ্যুটিং হয়েছে। চলতি বছরের বড়দিনে সিনেমাটির মুক্তি পাওয়ার কথা।