এরইমধ্যে মালাইকা অরোরা আলিয়ার ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ফ্লাইং ডিভাস আলিয়া ভট্ট, আকাঙ্খা রঞ্জন কপূর শূন্যে যোগাভ্যাস করছেন।
আলিয়ার ‘কলঙ্ক’ সিনেমা সদ্যই মুক্তি পেয়েছে। তিনি এখন তাঁর বহুপ্রতিক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বুলগেরিয়া, নিউইয়র্ক ও মুম্বইয়ের মতো জায়গায় সিনেমার শ্যুটিং হয়েছে। চলতি বছরের বড়দিনে সিনেমাটির মুক্তি পাওয়ার কথা।