ব্যর্থও হোক আলিয়া, কেন চাইছেন বাবা মহেশ ভট্ট?
ABP Ananda, web desk | 17 Aug 2016 11:02 AM (IST)
মুম্বই: ‘হাইওয়ে’ দিয়ে শুরু। এরপর সাফল্যের সিঁড়ি বেয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছেন আলিয়া ভট্ট। কিন্তু তাঁর বাবা প্রখ্যাত পরিচালক মহেশ ভট্ট চাইছেন, সাফল্যের পাশাপাশি ব্যর্থতার মুখোমুখি হোক আলিয়া। গত পাঁচ বছরে ‘হাইওয়ে’, ‘২ স্টেটস’, ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’, ‘কাপূর অ্যান্ড সন্স’, ‘উড়তা পঞ্জাব’-এ অলিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। সেইসঙ্গে ওই ছবিগুলিও বাণিজ্যিক দিক থেকে সাফল্যের মুখ দেখেছে। ব্যতিক্রম ‘শানদার’। এই সিনেমা বক্স অফিসে খুব একটা চলেনি। এরকম ব্যর্থতাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ মহেশ। তিনি বলেছেন, সাফল্যের পাশাপাশি ব্যর্থতা কী, তা জানতে হবে। ২৩ বছরের মেয়ের সিনেমা জগতের অভিনয় কেরিয়ার নিয়ে আপ্লুত মহেশ। তিনি বলেছেন, প্রতিভাময়ী অভিনেত্রী হিসেবে ওর আত্মপ্রকাশ ঘটেছিল। আর উড়তা পঞ্জাবে তো ও অসাধারণ অভিনেত্রী হয়ে উঠেছে। ওর অভিনয়ে বুদ্ধিদীপ্ত আবেগটা কীভাবে আসে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ‘সারাংশ’ সিনেমার পরিচালক। বর্তমানে অনেক বলিউড অভিনেত্রীই হলিউডের দিকে পা বাড়িয়েছেন। আলিয়া এমনটা করলে তিনি সমর্থন করবেন বলেই জানিয়েছেন ৬৭ বছরের মহেশ। তিনি বলেছেন, ও একজন প্রাপ্তবয়স্ক। আর এই বয়সেই যে ও এতটা সাফল্য পারে, তা কল্পনাও করিনি। নিজের জীবন কোন পথে চলবে, তা আলিয়া নিজেই ঠিক করবে। আমি শুধু ওর পাশে থাকব, সাহায্যের হাত বাড়িয়ে দেব, প্রশংসা করব।