ভেঙেই গেল আরবাজ-মালাইকার সম্পর্ক!
ABP Ananda, web desk | 17 Aug 2016 08:57 AM (IST)
নয়াদিল্লি: বলিউডের তারকা দম্পতি আরবাজ খান ও মালাইকা অরোরার বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছে। তাঁদের সম্পর্ক রয়েছে, না ভেঙে গিয়েছে- তা নিয়ে ধোঁয়াশা চরমে। চলতি বছরের শুরু থেকেই আরবাজ-মালাইকার সম্পর্কের ভাঙনের খবর নিয়ে গুঞ্জন ছড়ায় টিনসেল টাউনে। এবার সম্ভবত সেই জল্পনায় যবনিকা পড়তে চলেছে।তাঁদের সম্পর্ক যে এখন আর অটুট নেই, আরবাজ নিজেই তা স্বীকার করে নিয়েছেন। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আরবাজ বলেছেন যে, এই সময় আমরা একসঙ্গে নেই, আমরা এখন সেপারেটেড। এর আগে আরবাজের জন্মদিনে মালাইকা স্বামীর সঙ্গে একটি ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন। সম্পর্ক ভেঙে যাওয়ার জল্পনার মধ্যে মালাইকার শুভেচ্ছা বার্তা ধোঁয়াশা আরও বাড়িয়ে দিয়েছিল। কিন্তু এবার তাঁদের যে সম্পর্ক ভেঙে গিয়েছে,সেই জল্পনায় সিলমোহর পড়ল।