মুম্বই: রণবীর কপূর (Ranbir Kapoor) এবং আলিয়া ভট্ট (Alia Bhatt)। এই মুহূর্তে বলিউডে রাজত্ব করা দুই তারকা। গতকাল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন। দুই তারকার বিয়েকে কেন্দ্র করে তোলপাড় নেট দুনিয়া। স্বামী-স্ত্রী হিসেবে জীবন শুরু করলেও রণবীর কপূর এবং আলিয়া ভট্ট এককভাবে বলিউডের জনপ্রিয় তারকা। বহু হিট ছবি তাঁরা এককভাবে উপহার দিয়েছেন দর্শকদের। সফল তাঁদের কেরিয়ারও। সম্প্রতি বিভিন্ন সূত্রে প্রকাশ হয়েছে বিয়ের পর দুই তারকার মিলিত সম্পত্তির পরিমাণ। নতুন জীবনে পা রাখতেই কত কোটি টাকার মালিক রণবীর-আলিয়া?
রণবীর-আলিয়ার সম্পত্তির পরিমাণ- Alia Ranbir Net Worth
আলিয়া ভট্ট এই মুহূর্তে বলিউডে সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ্যে একজন। কিছুদিন আগেই ব্যাক টু ব্যাক মুক্তি পেয়েছে তাঁর দুটি ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' এবং 'আরআরআর'। দুটি ছবিই বক্স অফিসে ব্যাপক ব্যবসা করেছে। পাশাপাশি অভিনেত্রীর পারিশ্রমিকও নজর কেড়েছে নেটিজেনদের। আগামীতে আলিয়া ভট্টের হাতে একাধিক প্রোজেক্ট রয়েছে। তাঁকে শীঘ্রই দেখা যাবে আন্তর্জাতিক একটি প্রোজেক্টে। এছাড়াও 'ডার্লিংস', 'জি লে জারা', 'রকি অউর রানি কি প্রেম কাহানি', 'ব্রহ্মাস্ত্র'র মতো একাধিক ছবিও রয়েছে। অন্যদিকে রণবীর কপূরের ছবির তালিকাতেও উল্লেখযোগ্যভাবে থাকবে 'সঞ্জু', 'বরফি', 'রকস্টার', 'রকেট সিং' এবং আরও অনেক ছবি। রণবীর কপূরের হাতেও রয়েছে বেশ কিছু ছবি। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র', 'শামশেরা', 'অ্যানিমল' ও আরও কিছু ছবিতে।
আরও পড়ুন- The Delhi Files Film: কোন সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য দিল্লি ফাইলস'?
বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, বর্তমানে রণবীর কপূরের সম্পত্তির পরিমাণ আনুমানিক ৩২০ কোটি টাকার মতো। একাধিক বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। এছাড়াও পালি হিলে তাঁর যে বাড়িটি রয়েছে (বাস্তু), তার মূল্য ৩০ কোটি টাকার মতো। একেকটি ছবিতে রণবীর কপূর পারিশ্রমিক নেন ৫০ কোটি টাকা। তাঁর একাধিক বিলাবহুল গাড়িও রয়েছে। অন্যদিকে, গত বছর যে তথ্য প্রকাশ হয়, তাতে জানা যায়, আলিয়া ভট্টের সম্পত্তির পরিমাণ ৫১৯ কোটি টাকা। একদিনের প্রোমোশনাল শ্যুটের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। তিনিও একাধিক বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। সব মিলিয়ে রণবীর কপূর ও আলিয়া ভট্টের মিলিত সম্পত্তির পরিমাণ জানা যাচ্ছে আনুমানিক ৮৩৯ কোটি টাকা।