মেলবোর্ন, অস্ট্রেলিয়াঃ আইএফএফএম ২০২২-এ ( IFFM 2022) শীর্ষ মনোনয়ন পেল এবার আলিয়ার গাঙ্গুবাই কাথিওয়াড়ি ও সুরিয়ার জয় ভীম।  আর এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে (Melbourne) আইএফএফএম ২০২২-এ আলিয়া এবং সুরিয়ার ছবির পাশাপাশি আরও একাধিক ছবি (Film) মনোনীত হয়েছে।


আইএফএফএম, আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম ফেস্টিভ্য়ালগুলির মধ্যে অন্যতম, মনোনীত ছবি আরও কারা ?


 ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন, আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম ফেস্টিভ্য়ালগুলির মধ্যে অন্যতম। এই ফিল্ম ফেস্টিভ্যালটি মূলত ভিক্টোরিয়ান সরকার দ্বারা আয়োজিত হয়। এটি অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার মেলবোর্নে। আর সেখানেই ভারতের সেরা ফিল্মগুলি দেখানো হয়। চলতি বছরে আইএফএফএম ২০২২-এ শীর্ষ মনোনয়ন পেল এবার হিন্দি ছবি আলিয়ার গাঙ্গুবাই কাথিওয়াড়ি ও তামিল ছবি সুরিয়ার জয় ভীম। পাশাপাশি মনোনীতছবিগুলির মধ্যে জায়গা করে নিয়েছে, দ্য রেপিস্ট, রণবীর সিংহ-র '৮৩', বাধাই দো, ভিকি কৌশলের সর্দার উদাম, অভিষেকের দাসভি-র মতো সেরা ভারতীয় ছবি। 


সেরা ফিল্মের খেতাব পাবে যেসকল ছবি, তা অস্ট্রেলিয়ান অ্য়াকাডেমি অব সিনেমা অ্যান্ড টেলিভিশন আর্টস অ্যাওয়ার্ডস


তবে এখানেই শেষ নয়, সেরা ফিল্মের খেতাব পাবে যেসকল ছবি, তা অস্ট্রেলিয়ান অ্য়াকাডেমি অব সিনেমা অ্যান্ড টেলিভিশন আর্টস অ্যাওয়ার্ডস (এএসিটিএ) -র মনোনয়ন পাবে। তবে এবার সময়ের সঙ্গে মিলিয়ে নিয়ে আসা হয়েছে নয়া বিভাগ। একুশ সালে আইএফএফএম স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিকেও একটি নতুন ক্যাটাগরির অন্তর্ভুক্ত করেছে। চলতি বছরেও সেরা সিরিজ , সেরা অভিনেতা, সিরিজ সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ডগুলি দেওয়া হবে।


আরও পড়ুন,'রকি অউর রানি কি প্রেম কাহানি'র সেট থেকে একসঙ্গে পোজ দিলেন ইব্রাহিম আলি খান ও জয়া বচ্চন


আইএফএফএম ২০২২-এ সেরা অভিনেতার খেতাব জিতেছেন কারা ?


উল্লেখ্য, আইএফএফএম ২০২২-এ সেরা অভিনেতার খেতাব জিতেছেন কন্নড় ছবি পেদ্রো-গোপাল হেগড়ে, হিন্দি ছবি বাধাই দো-রাজকুমার রাও-ভূমি পেডনেকর, পাঞ্জাবী ছবি জাগ্গি-রমনিশ চোধুরি, হিন্দি ছবি ৮৩ -রণবীর সিং, সরদর উধম-ভিকি কৌশল, হিন্দি ছবি দাসভি থেকে অভিশেক বচ্চন, গাঙ্গুবাই কাথিওয়াড়ি থেকে আলিয়া ভাট, গেহেরাইয়া হিন্দি ছবি থেকে দীপিকা পাডুকোন, দ্য রেপিস্ট থেকে কঙ্কনা সেনশর্মা, ওয়ানস আফন এ টাইম ইন ক্যালকাটা থেকে শ্রীলেখা মিত্র, জয়ভীম থেকে লিজোমল হোসে।