নয়াদিল্লি: শ্যুটিং শেষ হয়েছে কর্ণ জোহরের (Karan Johar) আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র (Rocky Aur Rani Ki Prem Kahani)। আর তারপরেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি স্টোরি পোস্ট করেছেন সেফ আলি খানের বোন সাবা পটৌডি (Saba Pataudi)। ছবিতে রয়েছেন কারা? পোস্ট হতেই তা ভাইরাল।


সাবার পোস্টে ইব্রাহিম


সাবা পটৌডির পোস্টে দেখা গেল সহ পরিচালক ইব্রাহিম আলি খানকে (Ibrahim Ali Khan)। বোঝা গেল না? সাবার পোস্ট করা ছবিতে দেখা ইব্রাহিম পোজ দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের (Jaya Bachchan) সঙ্গে। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির পরিচালনায় কর্ণ জোহর। তাঁর সহ-পরিচালক সেফ আলি খানের ছেলে ইব্রাহিম। ছবির অন্যতম অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে দাঁড়িয়ে পোজ দিলেন ইব্রাহিম। আর সেই ছবি পোস্ট করে সাবা লেখেন, 'গর্ব হয় ইগ্গি'। প্রসঙ্গত, ইব্রাহিমের ডাক নাম ইগ্গি। 




শ্যুট ব়্যাপ আপ


গতকালই 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির শ্যুটিং প্যাক আপ হয়েছে। কিছুদিন আগেই আলিয়া ভট্ট নিজের শিডিউল শেষ করেছেন। গোটা ছবির শ্যুটিংয়ের শেষ দিনে তাই উপস্থিত থাকলেন ভিডিও কলে। 


কর্ণ জোহর এদিন সোশ্যাল মিডিয়ায় ব়্যাপ আপের একটি মজাদার ভিডিও পোস্ট করেছেন। এই ছবি তাঁর 'হৃদয়ের একটি অংশ' বলে অভিহিত করেছেন। ক্যাপশনে পরিচালক-প্রযোজক লেখেন, 'আমার হৃদয়ের টুকরোর ব়্যাপ... একটি কাহিনি যা একটি সফরে পরিণত হয়েছে এবং যাকে আমি হৃদয়ের কাছে ধরে রাখব চিরকাল। অনেক বছর পর ডিরেক্টরের চেয়ারে বসলাম, মনে হল বাড়িতে ফিরলাম। আমাদের কিংবদন্তি এবং সুপারস্টার সেটে এবং ক্যামেরার সামনে ছিলেন - তাঁরা জাদু! ক্যামেরার পিছনেও আমার এ-টিমের সঙ্গে, আমার ক্ষমতার সঙ্গেও ম্যাজিকের থেকে কম কিছু ছিল না। ধন্যবাদ সকলকে যাঁরা এই কাহিনির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন... আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব।'


আরও পড়ুন: 'Akash Ongshoto Meghla' Release Date: বড়পর্দায় রাহুল-রুদ্রনীল আবার একসঙ্গে, 'আকাশ অংশত মেঘলা' মুক্তি পাচ্ছে ৫ অগাস্ট


এই ছবিতে রণবীর সিংহ ও আলিয়া ভট্টের সঙ্গে দেখা যাবে ধর্মেন্দ্র (Dhramendra), জয়া বচ্চন (Jaya Bachchan) ও শাবানা আজমিকে (Shabana Azmi)। ২০২৩ সালে মুক্তি পাচ্ছে এই ছবি।