কলকাতা: আনন্দের মধ্যেই দুঃসংবাদ। পুষ্পা-জ্বরে যখন কাবু গোটা দেশ, তখন সেই উন্মাদনাই কাল হয়ে দাঁড়াল এক পরিবারের কাছে। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ৪ তারিখ ঘটে যায় এক দুর্ঘটনা। ৪ তারিখ হায়দরাবাদে আয়োজন করা হয়েছিল একটি প্রিমিয়ারের। সন্ধ্যা থিয়েটারে এদিন এই ছবি দেখতে লোক ভেঙে পড়েছিল। ভিড় এতটাই যে পুলিশকে ভিড় সামাল দিতে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। তবে সেই প্রিমিয়ারেই ঘটে গেল দুর্ঘটনা। এদিনের প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ভিড়ের চাপে মারা যান একজন মহিলা অনুরাগী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ওই মহিলার ছেলেও। আর এই ঘটনায় এবার দুঃখপ্রকাশ করে ভিডিও পোস্ট করলেন অল্লু অর্জুন (Allu Arjun) নিজেই।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অল্লু। সেখানে তাঁকে শোনা গেল দুঃখপ্রকাশ করতে সন্ধ্যা থিয়েটারের ঘটনা নিয়ে। তিনি বারে বারেই বলেছেন সেই ভিডিওতে যে এই ঘটনার কোনও ক্ষতিপূরণ হয় না। এই ধরণের ঘটনা একেবারেই অনভিপ্রেত ও এই ধরণের ঘটনা একেবারেই ঘটে যাওয়া উচিত ছিল না। এই ঘটনায়, পরিবারের পাশে থাকতে ও অসুস্থ শিশুটির জন্য ২৫ লাখ টাকা সাহায্য দিতে চেয়েছেন অল্লু অর্জুন নিজে। সেই সঙ্গে যে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার যাবতীয় খরচ খরচাও বহন করতে চেয়েছেন অল্লু অর্জুন নিজে।
সোশ্যাল মিডিয়ায় অল্লু এই ভিডিও শেয়ার করে লিখেছেন, সন্ধ্যা থিয়েটারের ঘটনাটা শুনে মন ভেঙ্গে গিয়েছে। যে পরিবারটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের প্রতি আমার সহানুভূতি। আমি কেবল বলতে চাই, এই পরিস্থিতিতে তাঁরা একা নেই। আমি ব্যক্তিগতভাবে ওই পরিবারটির সঙ্গে দেখা করতে চাই। এছাড়াও ওই নেতিবাচক সময়ে ওই পরিবারের যখন যা যা প্রয়োজন, সেই সব বিষয়ে আমি তাঁদের সাহায্য করতে চাই।'
আরও পড়ুন : Felu Bakshi: গোয়েন্দা চরিত্রে সোহম, মধুমিতা ও পরিমণীকে নিয়ে আসছে নতুন ছবি 'ফেলুবক্সী'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।