কলকাতা: সাইকোলজিক্যাল থ্রিলারের পরে নতুন ছবিতে জুটি বাঁধছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। ছবির নাম 'রবিন'স কিচেন' (Robin's Kitchen)। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং, সামনেই মুক্তি পাবে 'বাপ্পা' পরিচালিত এই ছবি।
এই ছবির গল্প একটি ক্যাফে ঘিরে। ছবিতে বনির চরিত্রের নাম রবিন। নিজস্ব একটি ব্যবসা করতে চায় সে। মায়ের হাতের একটি বিশেষ চিকেনের ডিশ সে সবাইকে খাওয়াতে চায় সে। আর সেই উদ্দেশেই খোলা এই ক্যাফে। ক্যাফে খুলে নিয়মিত এই ডিশ বানাতে শুরু করে সে.. জনপ্রিয়ও হয়। ডিশটির নাম, চিজি তন্দুরি চিকেন। তবে রবিনের এই উন্নতি নজরে পড়ে যায় পাড়ার এক নেতা, অরিত্রর। ক্রমশ সে রবিনকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে।
ইতিমধ্যে, একটি কাজে রবিনকে চলে যেতে হয় ব্যাঙ্গালোরে। সেই সুযোগে অরিত্র চেষ্টা করে ক্যাফের ওপর নিজের অধিকার জাহির করার। রবিনের প্রেমিকার ভূমিকায় দেখা যাবে প্রিয়ঙ্কাকে। তাঁর চরিত্রের নাম নীহারিকা। ক্যাফে দখল করার জন্য এই নীহারিকাকে অপহরণ করে অরিত্র। রবিন কিভাবে এই ঘটনার বদলা নেবে, কীভাবে ফিরে পাবে তার এই ক্যাফে, সেই ঘটনাই তুলে ধরবে এই ছবি। 'পান্ডে মোশান পিকচার্স'-এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং, চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে বনি ও প্রিয়ঙ্কা ছাড়াও আরও দুটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শান্তনু নাথ ও সাশ্রীক গঙ্গোপাধ্যায়কে।
প্রসঙ্গত, সামনেই মুক্তি পাবে বনি ও প্রিয়ঙ্কার অন্য আরও একটি ছবি, 'অহল্যা'। এই ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পায়েল সরকার (Payel Sarkar)-ও।অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন ছবি 'অহল্যা'। মুখ্য ভূমিকায় দেখা যাবে বনি সেনগুপ্ত, পায়েল সরকার ও প্রিয়ঙ্কা সরকারকে। প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন পিয়া সেনগুপ্ত। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৩ ফেব্রুয়ারি। ছবির গল্প লিখেছেন, 'পরিণীতা', 'কাছের মানুষ'-এর লেখক অর্ণব ভৌমিক। ক্রিয়েটিভ হেড বর্ষীয়ান পরিচালক ও প্রযোজক অনুপ সেনগুপ্ত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।