কলকাতা: জামিন পাওয়ার পরেও দুঃসংবাদ। আজ রাতটা জেলেই কাটাতে হবে অল্লু অর্জুনকে (Allu Arjun)। হায়দরাবাদের একটি প্রিমিয়ারে অতিরিক্ত ভিড়ের চাপে এক মহিলার পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছিল অভিনেতাকে। এই ঘটনায় অল্লু অর্জুনকে আজ দুপুরে তাঁরই বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এরপরে গোটা দিন জুড়েই চলে পরতে পরতে নাটক। দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়। ৫ ঘণ্টার মধ্যে জামিনও হয়ে যায় অভিনেতার। কার্যত হাঁফ ছেড়ে বাঁচেন অনুরাগীরা। তবে নাটকের যে আরও মোড় ছিল, তা প্রত্যাশা করেননি কেউই।
অল্লু অর্জুনের অভিযোগ, তাঁকে গ্রেফতার করার জন্য পুলিশ তাঁর বাসভবনে, একেবারে শোওয়ার ঘরে ঢুকে এসেছিল। 'পুষ্পা' অবশ্য নিজের চেনা ছন্দে। চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন তিনি। এভাবে হঠাৎ পুলিশ তাঁর বাড়ির একেবারে অন্দরমহলে ঢুকে পড়ায় বিরক্ত হয়েছিলেন তিনি। তবে সেই বিরক্তির রেশ দেখা গেল না তাঁর চোখে মুখে। চায়ের কাপে চুমুক দিয়ে তিনি বাইরে এলেন। স্ত্রীয়ের গালে চুম্বন করে উঠলেন গাড়িতে। অভিনেতার পরণে তাঁরই সংলাপ লেখা হুডি, 'ফ্লাওয়ার নেহি.. ফায়ার হ্যায় ম্যায়'। হুডির পিছনে পুষ্পা-র লোগো, ছবি। সব মিলিয়ে তাঁর চোখে মুখে যেন সেই 'পুষ্পা'-রই দেমাক। এই ঘটনায় অল্লু অর্জুনের পাশে দাঁড়িয়েছিলেন তাঁর একাধিক সহ অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে লক্ষ লক্ষ সাধারণ মানুষ।
দুপুরে গ্রেফতার করা হয় অল্লু অর্জুনকে। শুক্রবার গ্রেফতারির পরে অল্লু অর্জুনকে নামাপল্লি কোর্টে (Nampally court) পেশ করা হয়। তার আগে অভিনেতার মেডিক্যাল পরীক্ষাও হয়েছিল গাঁধী হাসপাতালে। মহিলা মৃত্যুর ঘটনায় অল্লু অর্জুনের দুই দেহরক্ষীকেও গ্রেফতার করা হয়েছে। এদিন আদালত অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতের রায় শোনায়। এই ঘটনার পরেই তৎপর হন অল্লু অর্জুনের আইনজীবী। তড়িঘড়ি জামিনের ব্যবস্থা করা হয়। কিন্তু শেষরক্ষা হল না!
'টাইমস অফ ইন্ডিয়া' সূত্রের খবর, জামিন পেয়ে গেলেও আজ রাতে হাজতেই কাটাতে হবে অল্লু অর্জুনকে। তার কারণ, তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয় অনেকটা রাতে। আর জেলের নিয়ম অনুযায়ী, যে কোনও বন্দিকে রাতে একটা নির্দিষ্ট সময়ের পরে জামিন দেওয়া হয় না। সেই সময় অল্লু অর্জুনের ক্ষেত্রে পেরিয়ে গিয়েছিল। তাই জামিন পেয়ে গেলেও আজ রাতে জেলেই কাটাতে হবে অভিনেতাকে। শনিবার সকালে তিনি জেল থেকে মুক্তি পাবেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: Rashmika on Allu Arjun: গ্রেফতার অল্লু অর্জুন, পরে জামিন, গোটা ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন রশ্মিকা