কলকাতা: হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় গ্রেফতার অল্লু অর্জুনের প্রধান দেহরক্ষী অ্যান্টনিকে। আজ অল্লু অর্জুনকে থাকায় জিজ্ঞাসা বাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। থানায় ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় 'পুষ্পা ২' অভিনেতাকে। এদিন থানায় ডাকা হয়েছিল তাঁর প্রধান দেহরক্ষী অ্যান্টনিকেও। জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তবে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে আজকের মতো ছেড়ে দেওয়া হয় অল্লু অর্জুনকে। তিনি ফিরে এসেছেন তাঁর জুবিলি হিলসের বাড়িতে। 


'পুষ্পা ২'-এর স্পেশাল স্ক্রিনিংয়ের দিন হায়দরাবাদে ঘটে যায় একটি দুর্ভাগ্যজনক ঘটনা। স্পেশাল স্ক্রিনিংয়ে সেখানে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ। আর সেখানেই হঠাৎ পৌঁছে যান অল্লু অর্জুন। এর ফলে দর্শকদের মধ্যে উত্তেজনা বাঁধ ভাঙে।। প্রিয় 'পুষ্পা' তারকাকে একবার কাছ থেকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষদের মধ্যে। প্রত্যেকেই চায় একবার অভিনেতার কাছে যেতে। এর ফলে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ৩৫ বছরের রেবতী বলে এক মহিলার মৃত্যু হয় পদপিষ্ট  হওয়ার ফলে। গুরুতর আহত হয় তাঁর মাত্র ৯ বছরের পুত্রও । বর্তমানে সে ভর্তি রয়েছে হাসপাতালে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর এই ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে অল্লু অর্জুনের নিরাপত্তারক্ষীকে। 


ঠিক কী অভিযোহ দেহরক্ষী অ্যান্টনির বিরুদ্ধে? জানা যাচ্ছে, অল্লু অর্জুনের নিরাপত্তার দেখভাল করার জন্য যে দলটি মোতায়েন রয়েছে তারই নেতৃত্ব দিতেন অ্যান্টনি। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে যেদিন পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটে, সেদিন সেখানে হাজির ছিলেন অ্যান্টনি। অভিযোগ, তিনি সঠিকভাবে জনতাদের সামলাতে পারেননি। তিনিই ধাক্কা দেন একাধিক জনতাকে। আর বার বার এইরকম ধাক্কা খাওয়ার পরেই হুড়োহুড়ি পড়ে যায় সবার মধ্যে। এর ফলেই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। 


আপাতত পুলিশ তদন্ত করে একাধিক বিষয় দেখছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল , সেদিন সন্ধ্যা থিয়েটারে পৌঁছবার অনুমতি আদৌ কি পেয়েছিলেন অল্লু অর্জুন? নাকি অনুমতি বাতিল জেনেও তিনি বিনা পরিস্থিতি বিচার করে পৌঁছে গিয়েছিলেন সেখানে? অল্লু অর্জুন যে সেদিন ওখানে উপস্থিত হবেন সেই সিদ্ধান্ত কে বা কারা নিয়েছিল এই রকম বিভিন্ন তথ্য খতিয়ে দেখছে পুলিশ। আপাতত গ্রেফতারের পরে পুলিশি হেফাজতেই রাখা হয়েছে অল্লু অর্জুনের প্রধান নিরাপত্তারক্ষীকে। 


আরও পড়ুন: Allu Arjun: অল্লু অর্জুনকে পুলিশি তলব, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় অভিনেতাকে কী কী সওয়াল-জবাব করল থানা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।