কলকাতা: হায়দরাবাদ থিয়েটারের স্পেশাল স্ক্রিনিংয়ে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় আজ অল্লু অর্জুন (Allu Arjun) -কে তলব করেছিল পুলিশ। আজ সকালেই নিজের জুবিলি হিলসের বাড়ি থেকে বেরিয়ে থানার উদ্দেশে রওনা দেন অল্লু অর্জুন। এরপরে জিজ্ঞাসাবাদ চলে বেশ কিছুক্ষণ ধরে। এরপরে থানা থেকে বেরিয়ে যান অল্লু। আজ পুলিশ কী কী প্রশ্ন করল অল্লু অর্জুনকে?
'পুষ্পা ২'-এর স্পেশাল স্ক্রিনিংয়ের দিন হায়দরাবাদে ঘটে যায় একটি দুর্ভাগ্যজনক ঘটনা। স্পেশাল স্ক্রিনিংয়ে সেখানে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ। আর সেখানেই হঠাৎ পৌঁছে যান অল্লু অর্জুন। এর ফলে যা হবার তাই হয়। প্রিয় তারকাকে একবার কাছ থেকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষদের মধ্যে। প্রত্যেকেই চায় একবার অভিনেতার কাছে যেতে। এর ফলে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ৩৫ বছরের রেবতী বলে এক মহিলার মৃত্যু হয় পদপিষ্ট হওয়ার ফলে। গুরুতর আহত হয় তাঁর মাত্র ৯ বছরের পুত্রও । বর্তমানে সে ভর্তি রয়েছে হাসপাতালে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর এবার এই ঘটনায় পুলিশি জেরার মুখে পড়তে হল অল্লু অর্জুনকে।
এনডিটিভি সূত্রের খবর, আজ পুলিশ অল্লু অর্জুনকে বেশ কয়েকটি প্রশ্ন করেন। তার মধ্যে ছিল,
- অল্লু অর্জুন কী জানতেন পুলিশ তাঁর প্রিমিয়ারে আসার অনুমতি বাতিল করেছিল?
- পুলিশ অনুমতি বাতিল করার পরেও প্রিমিয়ারে যে অল্লু অর্জুন হাজির হবেন এই সিদ্ধান্ত কে বা কারা নিয়েছিলে?
- কোনও পুলিশ অফিসার কী অল্লু অর্জুনকে জানিয়েছিলেন যে বাইরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে জনসাধারণে মধ্যে?
- কখন এবং কীভাবে অল্লু অর্জুন ওই মহিলার মৃত্যুর খবর জানতে পারেন?
বর্তমানে যে যে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে, সেগুলি হল, অল্লু অর্জুনের কি আদৌ ওই থিয়েটারে উপস্থিত হওয়ার অনুমতি ছিল? অনুমতি থাকলেও কী তাঁর অনুরাগীদের সঙ্গে কথা বলার অনুমতি ছিল? অন্যান্য সিনেমা হল বা বাড়ি যেখানে রয়েছে, সেখানে কী অল্লু অর্জুন এভাবে উপস্থিত হতে পারেন? এই সমস্ত বিষয়গুলিই খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এই ঘটনায়, ১৩ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছিল অল্লু অর্জুনকে। তিনি জেলে একটা রাত কাটাতে বাধ্য হন । পরেরদিন জামিনে মুক্ত হল তিনি। এখনও জামিনেই জেলের বাইরে রয়েছেন অল্লু তবে আজ তাঁকে হাজিরা দিয়ে হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।