কলকাতা: এই ছবি নিয়ে প্রত্যাশা রয়েছে আকাশছোঁয়া। বিভিন্ন কারণে বারে বারেই পিছিয়ে গিয়েছে এই ছবির মুক্তি। আর যতই এই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে, ততই বেড়েছে প্রত্যাশা। অবশেষে ডিসেম্বর মাসে মুক্তি পাচ্ছে 'পুষ্পা ২'। কিন্তু মুক্তির আগে এই ছবির ওপর একাধিক শর্ত চাপাল সেন্সর বোর্ড। ছবির একাধিক দৃশ্যে চলল কাঁচি, বদলানো হল নামও। সেন্সর বোর্ডের কোপে পড়ে কী কী বদল এল অল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana)-র ছবিতে?
তেলুগু ভাষার পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি, এমনকি বাংলাতেও মুক্তি পাচ্ছে এই ছবি। বাংলায় এই ছবির সমস্ত গান ও সংলাপ লিখেছেন শ্রীজাত। শোনা যাচ্ছে, এই ছবিটি নির্মাণেই খরচ হয়ে গিয়েছে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা। তবে সদ্য জানা গিয়েছে, মুক্তির একেবারে আগে এসে এই ছবিতে একাধিক বদল করতে হচ্ছে ছবির নির্মাতাদের। বৃহস্পতিবার অল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana)-র ছবিতে ইউ/এ শংসাপত্র দিয়েছে সেন্সর বোর্ড।
তবে ছবিতে একাধিক বদল করতে হয়েছেন। তিনটি জায়গায় ভাষা বদল করতে বলা হয়েছে কারণ সেন্সর বোর্ডের তরফ থেকে বলা হয়েছে সেখানে এমন কিছু ভাষা ব্যবহার করা হয়েছে, নাকি ছাপার অযোগ্য। এছাড়া দক্ষিণ ভারতের পূজিত দেবতা ভেঙ্কটেশ্বরের নাম বদলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তার বদলে ব্যবহার করতে বলা হয়েছে ঈশ্বর শব্দটি। এছাড়াও ছবিতে এমন একটি দৃশ্য রয়েছে যেখানে দেখা যেত অল্লু অর্জুন লড়াইয়ের সময়ে শত্রুপক্ষের পা ছিঁড়ে নিচ্ছে। এই দৃশ্যটির ওপর কাঁচি চলেছে। বাদ দিতে বলা হয়েছে এই দৃশ্যটিকেও। এছাড়াও একাধিক ছোট ছোট বদল আনতে হয়েছে ছবিতে।
প্রসঙ্গত, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবির প্রচার সারছেন রশ্মিকা ও অল্লু। সদ্য তাঁরা গিয়েছিলেন পটনাতে। আর তাঁদের দেখতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। আর আজ অল্লু ও রশ্মিকা গিয়েছিলেন মুম্বইতে। মায়ানগরীতে প্রিয় তারকাদের দেখতেও সেখানে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।
আরও পড়ুন: Diljit Dosanjh: 'আমি শুনেছি সেদিন তুমি..' শুনে হলুদ ট্যাক্সিতে চললেন, কলকাতার আমেজ মাখলেন দিলজিৎ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।