মুম্বই: গত ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল দক্ষিণী ছবি 'পুষ্পা - দ্য রাইজ' (Pushpa: The Rise – Part 1)। মুক্তি পাওয়ার পর থেকে ঝড়ে গতিতে বক্স অফিসে সাফল্য পেয়েছে ছবিটি। আল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) অভিনীত এই তেলুগু অ্যাকশন ছবি খুব অল্প দিনের মধ্যেই একশো কোটির ক্লাবে পৌঁছে যায়। মুক্তি পাওয়ার ২১ দিনের মধ্যে তিনশোর কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি। দর্শকের কাছ থেকে বিপুল প্রশংসা অর্জন করে এই ছবি। তবে এবার দর্শকের জন্য আরও বড় সুখবর। এবার 'পুষ্পা- দ্য রাইজ' দেখতে পাবেন হিন্দিতে।


'পুষ্পা'র দর্শকদের জন্য সুখবর। এবার ওটিটি প্ল্যাটফর্মে 'পুষ্পা - দ্য রাইজ - পার্ট ওয়ান' (Pushpa: The Rise – Part 1) ছবিটি দেখতে পাবেন হিন্দিতে। অ্যামাজন প্রাইম ভিডিওতে হিন্দিতে স্ট্রিমিং হবে জনপ্রিয় এই ছবির। এদিন অ্যামাজন প্রাইম ভিডিওর (Amazon Prime Video) পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে যে, আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত এই ছবি হিন্দিতে স্ট্রিমিং হবে আগামী ১৪ জানুয়ারি থেকে। ইতিমধ্যেই এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে তেলুগু ভাষায় দেখানো শুরু হয়ে গিয়েছে। এবার হিন্দিতে দেখা যাবে ছবিটি।


আরও পড়ুন - Hrithik Roshan Birthday: জন্মদিনে অজানা তথ্য, জানেন হৃত্বিক রোশনের আসল নাম কি?


পরিচালক সুকুমারের 'পুষ্পা দ্য রাইজ' ২০২১ সালের সবথেকে বেশি ব্যবসা করা ভারতীয় ছবি হিসেবে নির্বাচিত হয়েছে। এছাড়া, তেলুগু ছবির ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে বেশি ব্যবসা করা ছবি এটি। প্রথম দিন থেকেই ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। প্রথম পাঁচ দিনের মধ্যেই ছবিটি একশো কোটির ক্লাবে পৌঁছে যায়। ইতিমধ্যেই এই ছবি তিনশো কোটির বেশি টাকার ব্যবসা করে ফেলেছে। 'পুষ্পা দ্য রাইজ' ছবিটি অভিনেত্রী রশ্মিকা মন্দানার কেরিয়ারের অন্যতম হিট ছবি।