নয়াদিল্লি: দর্শকদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন বহুদিন ধরেই 'পুষ্পা ২: দ্য রুল' (Pushpa 2: The Rule) ছবির নির্মাতারা। অল্লু অর্জুন (Allu Arjun) অনুরাগীরা সেই কবে থেকে অপেক্ষায়। শেষ ঘোষণা অনুযায়ী সুকুমার (Sukumar) পরিচালিত এই ছবি মুক্তি পাবে এই বছরের ৬ সেপ্টেম্বর। 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise) ছবির বিপুল সাফল্যের পর আসছে সিক্যুয়েল। চন্দনকাঠের চোরকারবারী হিসেবেই ফিরবেন পুষ্পা রাজ। ইতিমধ্যেই এই ছবি সম্পর্কে মিলল বড় তথ্য।


OTT-তে মুক্তি পাবে 'পুষ্পা ২: দ্য রুল'


যে কোনও ছবি প্রেক্ষাগৃহে মুক্তির পর তা জনসাধারণে হাতের মুঠোয় পৌঁছে যায় নানা ধরনের ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে। যদিও 'পুষ্পা ২: দ্য রাইজ' এখনও প্রেক্ষাগৃহেই মুক্তি পায়নি, এই ছবির OTT-তে আসতে অবশ্যই অনেক দেরি আছে। কিন্তু ইতিমধ্যেই শোনা যাচ্ছে এই বহু প্রতীক্ষিত ছবির সত্ত্ব কিনেছে নেটফ্লিক্স। 


সূত্রের খবর, 'পুষ্পা ২: দ্য রুল' ছবির ওটিটি রাইটস কিনেছে নেটফ্লিক্স, এবং এও শোনা যাচ্ছে এর জন্য ২৭০ কোটি টাকা ব্যয় করেছে ওটিটি জায়ান্ট সংস্থা। শোনা যাচ্ছে 'পুষ্পা ২' ছবির সমস্ত ভাষার সত্ত্বই গ্রহণ করেছে নেটফ্লিক্স। 


প্রসঙ্গত, 'পুষ্পা ২' ছবির মুক্তিতে যে লাগাতার দেরি হচ্ছে, তার কারণ হিসেবে শোনা গিয়েছিল যে ঝামেলায় জড়িয়েছেন অল্লু অর্জুন ও সুকুমার। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে সম্প্রতি একটি ইভেন্টে তাঁদের একসঙ্গে দেখা যায়। 'পুষ্পা ২' নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত দুটো গান প্রকাশ্যে আনা হয়েছে যা দর্শকদের দ্বারা বহুল প্রশংসিত হয়েছে। ফলে আসন্ন ছবি নিয়ে উত্তেজনা আরও বাড়ছে। 


আরও পড়ুন: Rhea Chakraborty: 'জেলের অন্দরে কেবল বেঁচে থাকার লড়াই', সুশান্তের মৃত্যুর পরের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রিয়া


গত জুলাই মাসে শোনা যায়, এই ছবি মুক্তি পাবে ২০২৫ সালে। কিন্তু কেন? শোনা যায় অনিয়মিত শ্যুটিং শিডিউলের জন্য এবার খানিক বিরক্তই অল্লু অর্জুন। তিনি এতটাই রেগে গেছেন নাকি যে তাঁর দাড়ি কেটে ফেলেছেন যা এই ছবিতে তাঁর গুরুত্বপূর্ণ লুক। এরপর তিনি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ইউরোপ চলে যান। ইতিমধ্যে পরিচালক সুকুমারও নাকি আমেরিকায় গিয়েছেন, ফলে আরও দেরি হচ্ছে শ্যুটিং শেষ করতে। তখনই শোনা যায় অল্লু অর্জুন ও পরিচালক সুকুমারের মধ্যে বিবাদের সৃষ্টি হয়েছে। যদিও ডিসেম্বরে মুক্তির ঘোষিত তারিখ বদলের কোনও বার্তা এখনও পেশ করা হয়নি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।