কলকাতা: মেয়েদের জিমন্যাস্টিক্সের স্বপ্ন উস্কে দিতে তাঁদের নিয়ে প্রতিযোগিতা ! প্রথম সারির একটি চ্যানেলের ধারাবাহিকের গল্প তৈরি হয়েছে এই ঘটনাকে ঘিরেই । আলতা ফড়িং (Alta Phoring)। আর বাস্তবের ফড়িংরা ? এখনও যাঁদের জিমন্যাস্টিক্সের স্বপ্ন হারিয়ে যায় অভাবে, তাদের জন্যই একটি সারা বাংলা আমন্ত্রণমূলক মহিলা জিমন্যাস্টিক প্রতিযোগিতার । 


হুগলির বাঁশবেড়িয়ায় আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতার । সেখানকার ট্রেনার বলছেন, অনেক মেয়েই নাকি জিমন্যাস্টিক্স শিখতে আসেন কিন্তু অর্থের অভাবে চালু রাখতে পারেন না অভ্যাস । অনেকেই জানান, তাঁদের বাড়ি থেকে বলা হচ্ছে জিমন্যাস্টিক্স ছেড়ে দিতে । খালি পেটে, অভাবের সঙ্গে লড়া যে কত কঠিন, সেকথাই ক্যামেরার সামনে তুলে ধরেন তাঁরা । 


আরও পড়ুন: Durga Puja 2022: পুজোর সময়ে ধুতি পাঞ্জাবী পরতেই বেশি পছন্দ করি: নাইজেল


কিছুদিন আগেই একটি জিমন্যাস্টিক্সের অনুষ্ঠানে হাজির ছিলেন 'আলতা ফড়িং'-এর অভিনেত্রী খেয়ালী মণ্ডল । জিমন্যাস্টিক্সের অনুষ্ঠানে হাজির হয়ে খেয়ালীর বক্তব্য, তিনি যেন তাঁর ছোটবেলাকে ফিরে পেয়েছেন । মঞ্চে দাঁড়িয়ে খেয়ালী বললেন, 'ছোট ছোট ছেলেমেয়েদের দেখে আমার মনে পড়ে যাচ্ছে নিজের কথা । মানে খেয়ালীর ছোটবেলার কথা । অনেক ছোটবেলা থেকেই আমি জিমন্যাস্টিক শিখেছি । এমন করে আমিও বিভিন্ন প্রতিযোগীতায় যেতাম। ঠিক এভাবেই দুরু দুরু বুকে দাঁড়িয়ে থাকতাম । কখনও ভাবিনি এতজন মানুষের সামনে দাঁড়িয়ে মঞ্চে বক্তব্য রাখব, জিমন্যাস্টিক নিয়ে কথা বলব । আপনাদের ভালোবাসায় আলতা ফড়িংয়ের ২০০ এপিসোড ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে ।'


এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শাঁওলি।