কলকাতা: চিত্রনাট্য পড়ে তাঁর মনে হয়েছিল... এই অজিত সবার থেকে আলাদা। এ কেবল ব্যোমকেশের কথায় মাথা চুলকে সায় দেয় না, গল্পে তার একটা আলাদা জায়গা রয়েছে। আর সেই কারণেই, তাঁর রাজি হওয়া এই ছবির কাজে। দেবের সঙ্গে একাধিক কাজ করেছেন, তবে ব্যোমকেশের অজিত চরিত্র সবসময়েই আলাদা হয়ে থাকবে অম্বরীশ ভট্টাচার্য্যের (Ambarish Bhattacharyya)-র কাছে। এবিপি লাইভকে (ABP Live) 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-র গল্প শোনালেন পর্দার অজিত।
আজই মুক্তি পেয়েছে বিরসা দাশগুপ্ত পরিচালিত 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' (Byomkesh o Durgo Rohosshyo) ছবির ট্রেলার। অজিত হিসেবে কেমন প্রতিক্রিয়া পেলেন অম্বরীশ? অভিনেতা বলছেন, 'টিজার হোক বা ট্রেলার, অজিতকে ইচ্ছাকৃতভাবেই খুব কম দেখানো হয়েছে। এটা আমাদেরই পরিকল্পনা। এই ছবিতে অজিতের চরিত্রের জন্য কিছু চমক রয়েছে আর আমরা চাই দর্শক সেটা বড়পর্দাতেই দেখুক। আমি যখন প্রথম শরদিন্দু চট্টোপাধ্যায়ের লেখা পড়ি, কল্পনা করেছিলাম, অজিত ঠিক রহস্য সন্ধানী নয়। ওর কাছে ব্যোমকেশ হিরো। আর ও যে ব্যোমকেশের সঙ্গে ঘোরে, সেটা গল্পের রসদ সংগ্রহ করার জন্য। অজিত মোটেই কোনও গল্পের হিরো নয়। অজিতকে পার্শ্বচরিত্র এবং একই সঙ্গে দর্শকদের প্রতিনিধি হতে হবে। এই ভাবনাকেই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।'
অজিত না হয় ব্যোমকেশকে দীর্ঘদিন ধরে দেখেছেন, লিখেছেন। আর অম্বরীশ? তিনিও তো দেবকে দেখছেন দীর্ঘদিন ধরে! তাঁর চোখে ব্যক্তি দেব কেমন? অম্বরীশ বলছেন, 'আমার সঙ্গে সত্যিই দেবের অনেকগুলো কাজ হয়ে গেল। অন্যান্য সমস্ত অভিনেতার থেকে দেবকে একটা দিকে আমি এগিয়ে রাখি। ও কখনোও নিজের কাজে তৃপ্ত হয় না। সবসময়েই দেখি, ও রোজ সেটে আসে নতুন কিছু শিখতে। দেব রোজ নতুন কিছু শেখে রোজের কাজ থেকে। আমার আসপাশে এমন অনেক অভিনেতা রয়েছেন, যাঁরা একটা কমফোর্ট জোনে চলে গিয়েছেন। তাঁরা মনে করেন, যা করেছি অনেক কাজ করে ফেলেছি। বাকিটা ফাউ। তবে দেবকে কখন দেখিনি নিজের কাজে সন্তুষ্ট হতে। অন্যান্য সমস্ত অভিনেতাদের ওপর সম্মান রেখেই বলছি, অভিনেতা হিসেবে অনির্বাণ (ভট্টাচার্য্য) আমার অনেক বেশি প্রিয়। তবে উত্তমকুমারের পরে সেরা ব্যোমকেশ হতে চলেছে দেব। আমি তো ওর সঙ্গে সবচেয়ে বেশি দৃশ্যে অভিনয় করেছি। তাই দায়িত্ব নিয়েই এ কথা বললাম।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন