কলকাতা: ২ দিন হল ধারাবাহিকের শ্যুটিংয়ে যাওয়ার তাড়া নেই, ব্যস্ততা নেই। কিন্তু সেই সঙ্গে নেই শ্যুটিং ফ্লোরের আড্ডা, হইহুল্লোড়। ধারাবাহিক 'তোমার খোলা হাওয়া'-র শ্যুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ২৯ তারিখ শেষ সম্প্রচার। কিন্তু যে পর্দার ঝিলমিল-কে ছেড়ে এলেন শ্যুটিং ফ্লোরে, তাঁকে কতটা মনে পড়ছে অভিনেত্রীর? এবিপি লাইভের (ABP Live)-এর সঙ্গে সেই অভিজ্ঞতাই শেয়ার করে নিলেন পর্দার ঝিলমিল ওরফে স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। 


আপাতত শ্যুটিংয়ের ব্যস্ততা নেই, তাই শরীরচর্চায় মন দিয়েছেন স্বস্তিকা। তিনি এমনিতেই ফিটনেস ফ্রিক। অভিনেত্রী বলছেন, 'আপাতত ধারাবাহিকে শ্যুটিংয়ের ব্যস্ততা নেই, তাই একটু শরীরচর্চায় মন দিয়েছি। নিয়মিত শরীরচর্চা আর সিরিজ দেখা.. এটাই এখন সময় কাটানোর প্রধান উপজিব্য। 'লাস্ট স্টোরিজ ২' দেখলাম সদ্য। ওপেনহাইমার-টাও দেখতে যাওয়ার ইচ্ছে রয়েছে।'


ঝিলমিলকে ছেড়ে এসে, সবচেয়ে বেশি কী মিস করছেন স্বস্তিকা? অভিনেত্রী বলছেন, 'এই ধারাবাহিকটা খুব সুস্থ-স্বাভাবিকভাবে শেষ হয়েছে। গল্পটা এই পর্যন্তই ছিল। টিআরপি কমে যাচ্ছে বা গল্পে ভাল মোড় আসছে না বলে এই ধারাবাহিক শেষের সিদ্ধান্ত নয় মোটেই। আমাদের টাইম স্লটে খুব ভাল টিআরপি ছিল আমাদের। আজও তালিকা দেখছিলাম তো! মানুষ শেষ পর্যন্ত ভালবেসেছেন ধারাবাহিকটাকে। তবে ভাল জিনিস ও তো একটা সময় শেষ হয়। গোটা টিমটা এত ভাল ছিল... খুব মনে পড়বে সব্বার কথা। শুধু অভিনেতা-অভিনেত্রী নন, রূপটান শিল্পী থেকে শুরু করে ধারাবাহিকের অন্যান্য দাদারা.. প্রত্যেকের সঙ্গেই খুব ভাল সম্পর্ক ছিল। আর তোমার খোলা হাওয়া-র সেটের বিশেষত্বই ছিল গল্প। জমিয়ে আড্ডা বসত সবার। সেগুলো খুব মিস করব।'


এরপর কোন চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে? অভিনেত্রী বলছেন, 'বড়পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ, ধারাবাহিক... সবসময়েই দর্শক আমায় একেবারে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে পছন্দ করেছেন। ভাল ও বেসেছেন। আগামী কাজের চরিত্র পছন্দ করার সময় সেটা মাথায় রাখব। আগে যে ধরণের চরিত্রে মানুষ আমায় দেখেছেন, চেষ্টা করব নতুন চরিত্র যেন ছকভাঙা কিছু হয়। তবে এখনও পর্যন্ত কথাবার্তা পাকা হয়নি। মনের মতো চরিত্র পেলে যে কোনও মাধ্যমেই আমি কাজ করতে রাজি।'


আরও পড়ুন: Dev as Byomkesh: শিবের বেশে দেব, ব্যোমকেশের ট্রেলার দেখে নেটিজেনদের উক্তি, 'খেলা হবে'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial