মুম্বই: বিহার বিধানসভা ভোটে এলজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে তিক্ত অভিজ্ঞতা হয়েছে আমিশা পটেলের। বলিউড অভিনেত্রীর দাবি তেমনই। মুম্বই ফিরে ‘গদর’ ছবির নায়িকা বলেছেন, ধর্ষণ হয়ে যেতে পারত, হয়তো মরেও যেতাম! স্রেফ নিজেকে বাঁচাতে মুখ বুজে সব হজম করেছেন বলে জানিয়েছেন তিনি।
আমিশার অভিযোগের নিশানায় লোকজনশক্তি পার্টির (এলজেপি) প্রার্থী ডঃ প্রকাশ চন্দ্র। তিনি প্রকাশের অতিথি হিসাবে তাঁর হয়ে প্রচারে গিয়েছিলেন বলে জানিয়েছেন আমিশা।
সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপের ব্যাপারে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে আমিশা জানিয়েছেন, পুরো পর্বটা দুঃস্বপ্নের মতো। তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, আমার নিজের ও আমার সঙ্গী টিমের লোকজনের প্রাণ নিয়ে এতটাই আতঙ্কে ছিলাম যে, নিরাপদে মুম্বই পৌঁছনো পর্যন্ত চুপচাপ মুখ বুজে সব করে যাওয়া ছাড়া উপায় ছিল না। প্রকাশ তাঁকে ভয় দেখিয়েছেন, ব্ল্যাকমেল করেছেন, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ আমিশার। তিনি বলেছেন, গতকাল সন্ধ্যায় মুম্বই ফেরার পরও উনি আমায় ফোন করে ভয় দেখিয়েছেন, মেসেজ পাঠিয়েছেন। ওনার হয়ে প্রচারে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা খোলাখুলি বলে দেওয়ায় আমাকে চাপ দেন, বলেন, আমি যেন ওনার সম্পর্কে ভাল কথা বলি।
প্রকাশ তাঁর সন্ধ্যার ফ্লাইট মিস করিয়ে দিয়েছেন বলেও অভিযোগ করেন আমিশা। বলেন, উনি আমায় গ্রামে আটকে দিয়ে ভয় দেখিয়ে বলেন, ওনার কথামতো না চললে ওখানে ছেড়ে দিয়ে চলে যাবেন! আমিশা আরও বলেছেন, মুম্বই ফেরার পর সত্যিটা জনসমক্ষে আনতেই হোত আমায়। আমি ধর্ষিত, এমনকী খুনও হয়ে যেতাম হয়তো। সর্বক্ষণ ওনার লোকজন আমার গাড়ি ঘিরে থাকত, ওনার কথামতো না চললে ওরা গাড়ি এগতে দিত না। উনি আমায় ফাঁদে ফেলেছিলেন। আমার জীবন বিপন্ন করে তুলেছিলেন। এটাই ওনার কাজের ধারা।
ধর্ষণ হয়ে যেতে পারত, হয়তো মরেও যেতাম! বিহারে এলজেপি প্রার্থীর হয়ে প্রচারে ‘ভয়াবহ’ অভিজ্ঞতা আমিশা পটেলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Oct 2020 09:43 PM (IST)
আমিশার অভিযোগের নিশানায় লোকজনশক্তি পার্টির (এলজেপি) প্রার্থী ডঃ প্রকাশ চন্দ্র। তিনি প্রকাশের অতিথি হিসাবে তাঁর হয়ে প্রচারে গিয়েছিলেন বলে জানিয়েছেন আমিশা।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -