নয়াদিল্লি: জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক জুবিন গর্গ (Zubeen Garg) হাসপাতালে ভর্তি। অসমের ডিব্রুগড়ের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর এমনটাই।


হাসপাতালে ভর্তি জুবিন গর্গ-


সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, মাথায় চোট লাগার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছে অসমের (Assam) জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক জুবিন গর্গকে। সম্প্রতি অনুষ্ঠান করার কারণে তিনি একটি রিসর্টে ছিলেন। সেখানকার বাথরুমে পা পিছলে পড়ে যান। মাথায় তাঁর চোট লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে ডিব্রুগড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় (Zubeen Garg Hospitalised)। হাসপাতালের ডাক্তাররা জানাচ্ছেন, চিকিৎসাধীন রয়েছেন জুবিন। তাঁর মাথায় পাঁচটি সেলাই পড়েছে।


আরও পড়ুন - Adnan Sami: বলিউড ছাড়লেন আদনান সামি?


জুবিন গর্গের অসুস্থতায় তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি নির্দেশ দিয়েছেন যে, যেন জুবিন গর্গের স্বাস্থ্য ও চিকিৎসায় কোনও ত্রুটি না থাকে। যদি এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজন থাকে, তাহলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় বলেও নির্দেশ তাঁর। প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকেও গুয়াহাটিতে একটি অনুষ্ঠান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জুবিন গর্গ। সেসময়ও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। জুবিন গর্গের হাসপাতালে ভর্তির খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁরা প্রিয় গায়কের দ্রুত সুস্থতার কথা প্রার্থনা করে লিখছেন।


অসম থেকে উঠে আসা জুবিন গর্গ অসমের তো অবশ্যই, বাংলা এবং বলিউডেও চুটিয়ে গান গেয়েছেন। বলিউডের তাবড় সমস্ত অভিনেতারা ঠোঁট মিলিয়েছেন জুবিনের গানে। 'গ্যাংস্টার' ছবির 'ইয়া আলি' থেকে 'কৃশ থ্রি' ছবির 'দিল তু হি বাতা', জুবিন গর্গের হিট গানের তালিকা বেশ দীর্ঘ। শুধু গান গাওয়াই নয়, একাধিক সঙ্গীত যন্ত্র বাজাতে পারেন তিনি। গিটার, ঢোল, ড্রামস, হারমোনিয়াম, ম্যান্ডোলিন, কি-বোর্ড বাজানোয় তাঁর দক্ষতা নজরকাড়া।