নয়াদিল্লি: দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা পটেল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবি ঘিরে তাঁকে বিদ্রুপ করেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ। ছবিতে কালো রঙের পোশাকে দেখা গিয়েছে আমিশাকে। তাঁকে এই পোশাতকে দারুণ আকর্ষণীয় দেখিয়েছে। ছবি দেখে তাঁর বয়সের হদিশ পাওয়া খুবই শক্ত।





আমিষার অনুরাগীরা ছবিতে দেখে উচ্ছ্বসিত। তাঁরা আমিশার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ।

 




আবার সোশ্যাল মিডিয়ারই একাংশ আবার একেবারেই অভব্য মন্তব্য করেছেন। তাঁদের কেউ কেউ নীতি পুলিশগিরি দেখিয়ে আমিশাকে পর্নস্টার হওয়ার পরামর্শ পর্যন্ত দিয়েছেন। আরও এমন অনেক মন্তব্য রয়েছে, যেগুলি উল্লেখ করাও সম্ভব নয়।

 





দীর্ঘদিন রুপোলি পর্দায় দেখা যায়নি আমিশাকে। তাঁকে সিনেমায় দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। আমিষা অবশ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাঝেমধ্যেই নিজের ছবি পোস্ট করেন।