কলকাতা: হাজির বিশাল চকোলেট কেক। সাংবাদিকদের সঙ্গেই বান্দ্রায় ৫৯তম জন্মদিন পালন করলেন অভিনেতা পরিচালক আমির খান (Amir Khan)। সঙ্গী হলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও (Kiran Rao)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল, আমিরের এই জন্মদিন উদযাপনের ছবি।
কিরণের সঙ্গে আমিরের আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে তাঁদের মধ্যে অটুট রয়েছে বন্ধু। কিরণের নতুন ছবি 'লাপতা লেডিজ়' (Laatapa Ledies)-এর প্রচারে সবসময় পাশে ছিলেন আমির। আর জন্মদিন উদযাপনেও কিরণকেও দেখা গেল আমিরের পাশে। কেকের প্রথম টুকরোটা কিরণের মুখেই তুলে দিলেন আমির। ক্যামেরাবন্দি হল সেই দৃশ্যও।
সদ্য, তাঁর ও আমিরের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন কিরণ রাও। নিজেদের সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে কিরণ বলেছিলেন, 'অনেকেই ভাবেন, আমির আর আমার সম্পর্ক 'লগান' (Lagaan) থেকে শুরু। তবে এটা সম্পূর্ণ মিথ্যে। 'স্বদেশ' (Swadesh) -এ কাজ করার সময় আমির আর আমার সম্পর্ক তৈরি হয়। ও সেই সময়ে 'মঙ্গল পাণ্ডে'-র (Mangal Pandya) শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিল। আমরা একসঙ্গে কিছু বিজ্ঞাপনীর কাজ করেছিলাম, আর সেই থেকেই আবার আমাদের দেখা, কথাবার্তা শুরু হয়। 'লগান'-এ কাজ করার পরে, ৩-৪ বছর আমির আর আমার কিন্তু কোনও যোগাযোগই ছিল না। 'লগান'-এর সময়ে রিনার সঙ্গে আমিরের বিবাহবিচ্ছেদ হয়। সেই সময়ে অনেকেই মনে করেছিলেন, আমিই রিনা আর আমিরের বিচ্ছেদের কারণ। বিষয়টা একেবারেই সত্যি নয়।'
সদ্য বিয়ে হয়েছে আমির-কন্যা ইরার। তাঁর বিয়েতে সামিল হয়েছিলেন রিনা ও কিরণ দুজনেই। বিয়ের দিন উপস্থিত ছিলেন কিরণ। তবে ইরার রিসেপশনে আসতে পারেননি তিনি। আমির নিজেই জানিয়েছিলেন, অসুস্থ হওয়ার জন্যই আসতে পারেননি তিনি। তবে নতুন ছবির প্রচারে সবসময়েই একসঙ্গে দেখা গিয়েছে কিরণ ও আমিরকে। এর আগে, এবিপি নেটওয়ার্কের প্রচারে এসে আমির জানিয়েছিলেন, কিরণের পরিচালনায় কাজ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর স্টারডম ছবিতে মানাবে না বলেই রাজি হননি কিরণ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।