'Ghoomer': 'অন্ধকার প্রেক্ষাগৃহ'-এর অভিজ্ঞতাকে হারানো কঠিন, মত 'ঘুমর' অভিনেতা অভিষেক বচ্চনের

Abhishek Bachchan: অভিষেক বচ্চন অভিনীত শেষ কয়েকটি ছবি 'লুডো', 'দ্য বিগ বুল' বা 'দসভি', মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে, তাও করোনা অতিমারীর সময়। এবার বহুদিন পর 'ঘুমর' ছবির হাত ধরে বড়পর্দায় ফিরছেন তিনি।

Continues below advertisement

মুম্বই: আর বালকির পরিচালনায় বড়পর্দায় (Big Screen) আসতে চলেছে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) অভিনীত 'ঘুমর' (Ghoomer)। অভিনেতার মতে, এমন ছবি অন্ধকার প্রেক্ষাগৃহে দেখার সঙ্গে কোনও দৃশ্যের তুলনাই চলে। এই ছবির হাত ধরেই অনেকদিন পর সিনেমা হলে ফিরছেন জুনিয়র বচ্চন। 

Continues below advertisement

প্রেক্ষাগৃহে ফিরছেন অভিষেক বচ্চন

অভিষেক বচ্চন অভিনীত শেষ কয়েকটি ছবির অন্যতম 'লুডো', 'দ্য বিগ বুল' বা 'দসভি', মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে, তাও করোনা অতিমারীর সময়। এবার বহুদিন পর 'ঘুমর' ছবির হাত ধরে বড়পর্দায় ফিরছেন তিনি। 

ছবির ট্রেলার লঞ্চে অভিনেতা বলেন, 'আমি অত্যন্ত খুশি এবং গর্বিত এই ছবির জন্য। এই ছবি দর্শকের কাছে নিয়ে আসতে পেরে অত্যন্ত উত্তেজিত। অতিমারীর জন্য, আমরা অনেকেই আমাদের সিনেমা প্রেক্ষাগৃহে দর্শকদের দেখাতে পারিনি, আমাদের মধ্যে অনেকেই ডিজিট্যালের পথ বেছে নিই, যেটাও দুর্দান্ত একটা মাধ্যম। কিন্তু একটা অন্ধকার প্রেক্ষাগৃহে, সঙ্গে শিঙাড়া, কোল্ড ড্রিঙ্ক, পপকর্ন নিয়ে প্রবেশ করা, আর একটা ভাল ছবি দেখার প্রসঙ্গ উঠলে - সেই অভিজ্ঞতাকে কেউ টপকাতে পারবে না।'

ছবিতে অভিষেক বচ্চনকে সইয়ামি খেরের কোচের চরিত্রে দেখা যাবে। সইয়ামি এমন এক ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন যিনি দুর্ঘটনায় একটি হাত খোওয়ান। কিন্তু মনের জোরে ক্রিকেট খেলা চালিয়ে যান। ছবিতে শাবানা আজমিকেও দেখা যাবে। প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাবে ১৮ অগাস্ট। 

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছেলের ছবির প্রশংসা করে ফেলেছেন স্বয়ং বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। ট্রেলার লঞ্চে অভিষেককে জিজ্ঞেস করা হয় তাঁর ছবি দেখে মা জয়া বচ্চন ও স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের প্রতিক্রিয়া কী। তিনি জানান যে, বালকির কাছে তিনি কৃতজ্ঞ এমন একটি ছবি তৈরি করার জন্য যা তাঁর পরিবারের খুবই পছন্দ হয়েছে। 

তিনি বলেন, 'অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ঐশ্বর্য বচ্চনের মতো অভিনেতাদের অনুমোদন ও প্রশংসা পাওয়া অনেক বড় ব্যাপার। তাঁরা নিজেদের ক্ষেত্রে শীর্ষে, কী বলছেন তাঁরা খুব ভাল জানেন, তাই অবশ্যই, যখন তাঁরা তোমার কাজ পছন্দ করছেন তখন খুবই ভাল লাগে, আমি কৃতজ্ঞ।'

প্রসঙ্গত, আর বালকির এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। পরিচালক হিসেবে বালকির প্রথম ছবি 'চিনি কম', এবং তিনি অমিতাভ বচ্চনকে নিজের গুডলাক চার্ম বলে মনে করেন। অভিষেক বলেন, 'আমি যখন 'পা' প্রযোজনা করছিলাম বালকি একটা কথা আমাকে বলেছিল যে সে কখনও অমিতাভ বচ্চনকে ছাড়া কোনও ছবি তৈরি করবে না।'

Continues below advertisement
Sponsored Links by Taboola