মুম্বই: কিংবদন্তী অভিনেত্রী মধুবালার (Madhubala) বায়োপিক তৈরি নিয়ে তাঁর যে কোনও অমত নেই তা স্পষ্ট জানিয়ে দিলেন অমিত কুমার (Amit Kumar)। মধুবালা কিশোর কুমারের (Kishore Kumar) দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী রুমা গুহঠাকুরতার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি মধুবালাকে বিবাহ করেন। বাবার বিবাহিত জীবন নিয়ে অমিত কুমার কখনও তাঁকে কোনও প্রশ্ন করেননি বলেও জানালেন। পাশাপাশি বাবার বিবাহিত জীবন নিয়ে নিজের প্রতিক্রিয়াও দিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে।
বাবার বিবাহিত জীবন প্রসঙ্গে অমিত কুমার-
সম্প্রতি এক সাক্ষাৎকারে অমিত কুমার মধুবালার বায়োপিক প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, 'কেন নয়? নিশ্চয়ই বায়োপিক হতে পারে।' বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে, মধুবালার বায়োপিক তৈরি করতে পারেন পরিচালক অনুরাগ বসু। কিন্তু এখনও পর্যন্ত তা নিশ্চিত নয়। কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের চার স্ত্রী। রুমার গুহঠাকুরতা, মধুবালা, যোগিতা বালি এবং লীনা চন্দ্রভারকর। অমিত কুমারকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এতে তিনি কখনও ক্ষুব্ধ হননি। জানিয়ে দেন, সেটা ছিল কিশোর কুমারের ব্যক্তিগত জীবন। পাশাপাশি এও বলেন, কিশোর কুমার অত্যন্ত পারিবারিক মানুষ ছিলেন। তাঁকে ভুল বোঝা হয়েছে। তাঁকে ভুল ব্যাখ্যা করা হয়েছে।
আরও পড়ুন - Siddhant Kapoor Detained: মাদক নেওয়ার অভিযোগে রেভ পার্টি থেকে আটক শক্তি-পুত্র সিদ্ধান্ত কপূর
অমিত কুমার জানান, যেদিন রুমা গুহঠাকুরতার সঙ্গে কিশোর কুমারের বিবাহবিচ্ছেদ হয়, সেদিন নিজের বাংলোতে নিজের অত্যন্ত পছন্দের গাড়িটি কবর দিয়েছিলেন। অভিনেতা হিসেবে প্রথম যখন ছবিতে অভিনয় করেন, তখন সেই গাড়িটি দুজনে কিনেছিলেন।
প্রসঙ্গত, ১৯৫০ সালে সত্যজিৎ রায়ের ভাইঝি রুমা গুহঠাকুরতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিশোর কুমার। অমিত কুমারের জন্ম হয় ১৯৫২ সালে। পরবর্তীকালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের মধ্যে। কিশোর কুমার বিয়ে করেন মধুবালাকে। ফের বিয়ে করেন রুমা গুহঠাকুরতাও।