কলকাতা: উরফি জাভেদের (Urfi Javed) সঙ্গে চেতন ভগতের (Chetan Bhagat) কথোপকথনের স্ক্রিনশট ফাঁস! বিতর্ক প্রসঙ্গে এবার মুখ খুললেন লেখক খোদ। বললেন, 'ইনস্টাগ্রামে সময় নষ্ট না করে মানুষকে কেরিয়ার আর ফিটনেসের দিকে মন দিতে বলার মধ্যে কোনও দোষ নেই।' ইতিমধ্যেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান' (Pathaan) এর টিজার। তবে এখনও নাকি এই ছবির ট্রেলার মুক্তি পেতে দেরি আছে ১ মাসেরও বেশ সময়! এই খবর বেশ হতাশ করেছে অনুরাগীদের। আর তাই, শাহরুখ অনুরাগীদের কথা ভেবে নতুন চমকের কথা ঘোষণা করলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)। দিনভর বিনোদন দুনিয়ায় আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


'কাল হো না হো'-র ১৯ বছর


শুধু খুশি নয়, শুধু একটা অবিচ্ছেদ্য বন্ধন নয়, গল্প বলার কেবলমাত্র একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি নয়... এই ছবি আমার বাবার সঙ্গে করা শেষ ছবির কাজ। আর তাই.. এই ছবিটার কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকব।' ১৯ বছর আগের একটা ছবির কথা ভেবে স্মৃতিতে ডুব দিলেন কর্ণ জোহর (Karan Johar)। আজ ১৯ বছর পূরণ করল 'কাল হো না হো' (Kal Ho Na Ho)। শাহরুখ খান (Shah Rukh Khan), প্রীতি জিন্টা (Preeti Zinta) ও সইফ আলি খান (Saif Ali Khan)-অভিনীত এই ছবি আজও যেন সমানভাবে সমীচিন। ১৯ বছর আগে বলিউডকে কর্ণ জোহর উপহার দিয়েছিলেন এক নিখাদ প্রেমের গল্প। সেই ছবি 'হর ঘড়ি বদল রহি হ্যায়' যেন এখনও কানে বাজে প্রেমে.. মনখারাপে। আজ সেই ছবির সেটের টুকরো টুকরো ছবি ভাগ করে নিলেন কর্ণ। সেখানে কোথাও শাহরুখ খানকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন কর্ণ, কোথাও আবার এক ফ্রেমে বন্দি হয়ে হাসিতে উপচে পড়ছেন প্রীতি ও সইফ। কোথাও আবার ক্যামেরার সামনে কর্ণ আর ক্যামেরা ধরে আছেন শাহরুখ। টুকরো টুকরো এই ছবি শেয়ার করে নিয়ে কর্ণের মন্তব্য, 'একরাশ স্মৃতি একটা হৃদস্পন্দনের মধ্যে যেন।' 


খুদে ভিকির ছবি


 মঞ্চে নাচ করছে খুদেরা। স্কুলের অনুষ্ঠান। আর সেখানে, সামনের সারিতে নাচ করছে ৩ খুদে। আর বেশ অনেকটা পিছনে, মাথায় রুমাল বেঁধে নাচ করছে এক খুদে। সাদা শার্ট আর কালো ঢোলা প্যান্টের সঙ্গে মাথায় রুমাল বাঁধা... তখন কি আর কেউ জানত, এই ছেলেটিই একদিন হয়ে উঠবে বলিউডের প্রথম সারির নায়ক! সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছবি শেয়ার করে নিয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal)। সামনেই মুক্তি পাবে তাঁর ছবি 'গোবিন্দা নাম মেরা' (Govinda Naam Mera)। আর সেই ছবির প্রচারেই, ছোটবেলার একটি ছবি শেয়ার করে নিয়েছেন ভিকি কৌশল। স্কুলের অনুষ্টানের মঞ্চে সবার পিছনে নাচ করছেন তিনি। ভিকি লিখছেন, ' জীবনে ব্যাকগ্রাউন্ডে নাচ করার অনেক অভিজ্ঞতা রয়েছে আমার।' 


আরও পড়ুন: Gaurav Riddhima: বছরে ২ বার বিবাহবার্ষিকী পালন করেন গৌরব-ঋদ্ধিমা!


উরফির সঙ্গে ব্যক্তিগত কথোপকথন ফাঁস?


উরফি জাভেদের (Urfi Javed) সঙ্গে চেতন ভগতের (Chetan Bhagat) কথোপকথনের স্ক্রিনশট ফাঁস! বিতর্ক প্রসঙ্গে এবার মুখ খুললেন লেখক খোদ। বললেন, 'ইনস্টাগ্রামে সময় নষ্ট না করে মানুষকে কেরিয়ার আর ফিটনেসের দিকে মন দিতে বলার মধ্যে কোনও দোষ নেই।' সম্প্রতি উরফি জাভেদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল চেতন ভগতের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছিলেন, 'উরফি পুরুষদের মন বিচলিত করেন'। এই মন্তব্যের বিরুদ্ধে উফরি সোশ্যাল মিডিয়ায় কিছু স্ক্রিনশট প্রকাশ করেন। তিনি দাবি করেন এই স্ক্রিনশট তাঁর আর চেতন ভগতের। 


অকপট সায়নী   


ছবির বাজেট কম, শ্যুটিংয়ে অনেক অসুবিধা.. কিন্তু অভিনেতা অভিনেত্রীরা সিদ্ধান্ত নিয়েছিলেন, যদি একটা ভাল ছবি দর্শকদের উপহার দেওয়া যায়, তাহলে মানিয়ে নেওয়া যায় সব অসুবিধাই। শিল্পীসত্তার খিদে মেটানোর জন্যই যেন এই ছবিতে অভিনয়ে রাজি হওয়া। 'সিটি অফ জ্যাকেলস' (City of Jackals)-এর শ্যুটিংয়ের অভিজ্ঞতা থেকে শুরু করে রাজনীতি, অভিনয় জীবন, এবিপি লাইভে অকপট সায়নী ঘোষ (Saayoni Ghosh)। দীর্ঘদিনের অভিনয় কেরিয়ার, কিন্তু রাজনীতি কী অভিনেত্রী সায়নীকে আরও সমৃদ্ধ করল? অভিনেত্রী বলছেন, 'গত ১৪-১৫ বছর ধরে আমি সাংবাদিক, বস্তির মেয়ে, চিকিৎসক একা মা, সাধারণ মেয়ে.. পর্দায় সব জীবনই বেঁচে নিয়েছি। বিজয়া রায়ের চরিত্রেও অভিনয় করলাম। কিন্তু রাজনীতি করতে গিয়ে আরও বেশি মানুষের সান্নিধ্যে আসতে হচ্ছে। এখন তো নানা ভাষাভাষি, নানারকম পেশা, নানা রঙের মানুষের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা হয়, কথাবার্তা হয়। এগুলো পর্দায় বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলতে সাহায্য করে। অভিনয় করার জন্য মানুষকে বোঝা খুব গুরুত্বপূর্ণ। যত মানুষের সংস্পর্শে আমি আসছি, একজন মানুষ হিসেবে আমি তত সমৃদ্ধ হচ্ছি। সেটা শুধু আমার অভিনয় নয়, আমার জীবনে চলার পথেও সাহায্য করছে।' 


'পাঠান'-এর তরফ থেকে তাই নতুন চমক অনুরাগীদের


 ইতিমধ্যেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান' (Pathaan) এর টিজার। তবে এখনও নাকি এই ছবির ট্রেলার মুক্তি পেতে দেরি আছে ১ মাসেরও বেশ সময়! এই খবর বেশ হতাশ করেছে অনুরাগীদের। আর তাই, শাহরুখ অনুরাগীদের কথা ভেবে নতুন চমকের কথা ঘোষণা করলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)। ২ নভেম্বর, শাহরুখ খানের জন্মদিনের দিন মুক্তি পেয়েছিল কিং খান, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান' -এর টিজার। আগামী বছর ২৫ জানুয়ারি রিলিজ হবে শাহরুখ-দীপিকা-জনের ধুন্ধুমার অ্যাকশন ফিল্ম। বাজারের কথা মাথায় রেখেই হিন্দি, তামিল ও তেলুগুতে রিলিজ হচ্ছে এই বিগ বাজেট ফিল্ম। আজ ছবির পরিচালক জানিয়েছেন, এই ছবি মুক্তি পাবে জানুয়ারির শেষে। আর ট্রেলার মুক্তি পাবে জানুয়ারির প্রথমে। তবে জানুয়ারির মধ্যেই মুক্তি পাবে 'পাঠান'-এর দুটো গান। এর ফলে, ট্রেলারের ঝলক না পেলেও, দর্শকেরা শুনতে পাবেন 'পাঠান' -এর দুটি নতুন গান