কলকাতায় প্রথম শ্যুটিং, অমিতাভ গেয়েছিলেন, 'সারা জমানা হাসিনো কা দিওয়ানা..'

'ইয়ারানা' ছবির ৪০ বছর উপলক্ষ্যে সোশ্য়াল মিডিয়ায় পুরনো পোস্টার শেয়ার করে নস্ট্যালজিক বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।

Continues below advertisement

মুম্বই: 'সারা জমানা হাসিনো কা দিওয়ানা..', এই গানের সুর, উদ্দিপনা এখনও ছুঁয়ে যায় ৮ থেকে আশির মন। কিন্তু কে বলবে, পায়ে পায়ে এই গান, এই সুরই পেরিয়ে এসেছে ৪০টা বছর! 'ইয়ারানা' ছবির ৪০ বছর উপলক্ষ্যে সোশ্য়াল মিডিয়ায় পুরনো পোস্টার শেয়ার করে নস্ট্যালজিক বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।

Continues below advertisement

আজ সোশ্যাল মিডিয়ায় এইকটি পোস্টার শেয়ার করে নেন অমিতাভ। সেখানে রয়েছে ইরানারা ছবিতে অমিতাভের সেই কিংবদন্তি লুক। শাহেনশা লিখছেন, '৪০ বছর পার করল চিরসবুজ এই ছবিটা। 'সারা জমানা হাসিনো কা দিওয়ানা..' গানটির শ্যুটিং হয়েছিল কলকাতার এনএস স্টেডিয়ামে। সেই প্রথম আমার কলকাতায় শ্যুটিং করতে আসা। কলকাতার মত প্রাণোচ্ছল অনুরাগীদের ভিড় পৃথিবীর আর কোথাও বোধহয় পাওয়া যায় না।'

হামেশাই সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে স্মৃতিচারণ করেন অমিতাভ। কলকাতার সঙ্গে তাঁর সম্পর্ক গভীর। কেবল রুপোলি পর্দা নয়, ব্যক্তিগত জীবনেরও বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি। ১৯৭৩ সালের ৩রা জুন জয়া ভাদুড়ির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অমিতাভ বচ্চন। তাঁদের বিয়ের ক্ষেত্রে একটি গল্প শোনা যায়। 'জঞ্জির' ছবিটি মুক্তি পাওয়ার পর অমিতাভ বচ্চন, জয়া এবং তাঁর অন্যান্য বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে লন্ডন যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু তাঁর বাবা পরিস্কার জানিয়ে দিয়েছিলেন যে, তিনি এবং জয়া শুধু মাত্র বিয়ের পরই একসঙ্গে লন্ডন যেতে পারবেন। এরপরই অতি দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উনপঞ্চাশ বছর আগে করা জয়া বচ্চনের সঙ্গে প্রথম ছবির একটি সাদা-কালো ছবি পোস্ট করে তিনি লেখেন, 'আমাদের একসঙ্গে করা প্রথম ছবি। বংশী অউর বিরজু। মুক্তি পেয়েছিল ১ সেপ্টেম্বর ১৯৭০-এ। মানে ৪৯ বছর আগে।' ছবিতে বংশীর চরিত্রে অভিনয় করেছিলেন জয়া ভাদুড়ি। আর বিরজু হয়েছিলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগীরা ভালোবাসার কমেন্টে ভরিয়ে দিয়েছেন। প্রতিক্রিয়া দিয়েছেন মেয়ে এবং নাতনিও। কন্যা শ্বেতা বচ্চন নন্দা এবং নাতনি নভ্যা নভেলি নন্দাও বিগ বি-র এই পোস্টে ভালোবাসা প্রকাশ করেছেন। লিখেছেন, 'দুজনকেই খুব ভালোবাসি।'

Continues below advertisement
Sponsored Links by Taboola