দেশে এখনও পর্যন্ত সম্পত্তির ভাগ বাঁটোয়ারায় ছেলেদের দিকেই পাল্লা ঝুলে থাকে। আদালত সম্পত্তির ভাগ সমান সমান করতে বললেও বৈষম্য চলছে পুরোদমে। কিন্তু নিদর্শন তৈরি করে অমিতাভ জানালেন, ছেলেমেয়ের মধ্যে বৈষম্য করেন না তিনি। নিজের ব্লগে বিগ বি লিখেছেন, এ ব্যাপারে খোলাখুলি জানাতে তাঁর দ্বিধা ছিল। কিন্তু সরকারি উপরোধ ফেলতে পারেননি তিনি। আমার মৃত্যুর পর যাবতীয় সম্পত্তি সমানভাগে পাবেন অভিষেক ও শ্বেতা, বললেন অমিতাভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Mar 2017 10:27 AM (IST)
মুম্বই: লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার অমিতাভ বচ্চন। টুইটারে বিগ বি একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, একটি পোস্টার ধরে দাঁড়িয়ে আছেন তিনি। তাতে লেখা আছে, তাঁর মৃত্যুর পর যাবতীয় সম্পত্তি সমানভাবে পাবেন তাঁর দুই ছেলেমেয়ে অভিষেক বচ্চন ও শ্বেতা নন্দা। দেখে নিন অমিতাভের টুইট