রাজনীতির আঙিনায় পা রাখতে বারণ করেছিলেন অমিতাভ: স্বীকার করলেন রজনীকান্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Dec 2019 08:29 AM (IST)
দক্ষিণী তারকা রজনীকান্ত বলেন, তাঁকে তিনটি উপদেশ দিয়েছিলেন অমিতাভ বচ্চন। তার প্রথম দুটি মেনে চললেও, পরিস্থিতির চাপে মেনে চলতে পারেননি তৃতীয়টি। বলিউডের শাহেনশা নাকি তাঁকে একবার বলেছিলেন, নিয়মিত শরীরচর্চা করতে, সবসময় বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখতে ও কখনও রাজনীতির আঙিনায় পা না রাখতে।
মুম্বই: দক্ষিণী তারকা রজনীকান্ত ও বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের বন্ধুত্ত্ব ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহুচর্চিত। কেবল বন্ধুত্ত্ব নয়, অমিতাভ যে তাঁর অনুপ্রেরণা একথা রজনীকান্ত স্বীকার করে নিয়েছেন একাধিকবার। সম্প্রতি নিজের নতুন ছবি ‘দরবার’- এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে তাঁর কথায় উঠে এল বলিউডের কিংবদন্তী নায়কের কথা, তাঁর আদর্শের কথা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তাঁকে তিনটি উপদেশ দিয়েছিলেন অমিতাভ বচ্চন। তার প্রথম দুটি মেনে চললেও, পরিস্থিতির চাপে মেনে চলতে পারেননি তৃতীয়টি। বলিউডের শাহেনশা নাকি তাঁকে একবার বলেছিলেন, নিয়মিত শরীরচর্চা করতে, সবসময় বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখতে ও কখনও রাজনীতির আঙিনায় পা না রাখতে। তিনি বলেন, ‘রুপোলি পর্দায় এবং তার বাইরেও আমি অমিতাভ বচ্চনের থেকে অনুপ্রেরণা পেয়েছি। আমার যখন ৬০ বছর বয়স, আমায় কিছু উপদেশ দিয়েছিলেন অমিতাভ। প্রথমত তিনি আমায় বলেছিলেন নিয়মিত শরীরচর্চা করতে। এই কথা আমি এখনও মেনে চলি। দ্বিতীয়ত বলেছিলেন, সর্বদা নিজেকে কোনও না কোনও কাজে ব্যস্ত রাখতে। নিজের খুশি মত কাজ করতে আর সমালোচনায় কান না দিতে। তাঁর একথাও আমি মেনে চলার চেষ্টা করি। তবে অমিতাভের তৃতীয় উপদেশ আমি পরিস্থিতির চাপে মেনে চলতে পারিনি। অমিতাভ আমায় রাজনীতিতে যোগ দিতে বারণ করেছিলেন।’ প্রসঙ্গত, ২০২১ সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে অংশ নেবেন রজনীকান্ত। এই প্রথম নয়, দক্ষিণী এই তারকা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বেশ কিছু বছর ধরেই। এদিন তিনি আরও বলেন, ‘আমি এখনও বুঝি না মানুষ কেন আমায় সুপারস্টার বলেন। একবার রুপোলি পর্দায় নিজের নামের পাশে সুপারস্টার লেখা দেখে আমি প্রযোজককে ডেকে প্রশ্ন করেছিলাম, আমায় জিজ্ঞাসা না করে আমার নামের পাশে সুপারস্টার লেখা হল কেন? আমার এখনও সাধারণ মানুষই মনে হয় নিজেকে।’ আগামী ছবি ‘দরবার’-এ এক ২৫ বছর বয়সী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন ৬৯ বছরের এই তারকা। ছবিতে রয়েছেন সুনীল শেট্টিও। ২০২০ সালের ১০ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।