কলকাতা: অভিনয় ছেড়ে কি পাকাপাকিভাবে অযোধ্যায় থাকতে চলেছেন অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)? এর আগেই অযোধ্যায় একটি বিশাল জমি কিনেছিলেন অমিতাভ। আর ফের একবার অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ। জানা যাচ্ছে, রাম মন্দিরের ১০ কিলোমিটারের মধ্যেই একটি বিশাল জমি কিনেছেন অমিতাভ। ২০১৩ সালে অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চন নামে একটি ট্রাস্ট তৈরি করেছিলেন। সেই ট্রাস্টই রাম মন্দিরের ১০ কিলোমিটারের মধ্যে ৫৪,৪৫৪ স্কোয়ারফুটের একটি জমি কিনেছে। এর আগে, জানুয়ারি মাসের ১৬ তারিখে অমিতাভ বচ্চন অযোধ্যার হাভেলি অবাধ এলাকায় প্রথম একটি জমি কিনেছিলেন। সেই সময়ে সেই জমিটির দাম ছিল ৪.৪৫ কোটি। 

অফিশিয়াল সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই জমি কেনার আইনি নিয়ম কানুন সম্পন্ন হয়ে গিয়েছে। বর্তমানে ওই জমির ওপর কনস্ট্রাকশনের অনুমতি পাওয়ার কাজ চলছে। সেই অনুমতি মিললেই জানা য়াবে, ওই জমি দুটিতে আদৌ কী হচ্ছে? বসবাসের জন্যই জমি দুটি কিনেছেন অমিতাভ নাকি সেগুলি ব্যবহার হবে অন্য কোনও কারণে তা জানা যাবে পরে। অভিনেতার হয়ে রাকেশ ঋষিকেশ যাদব নামে এক ব্যক্তি ওই দুটি জমি কিনেছেন বলে জানা যাচ্ছে। 

অন্যদিকে সদ্যই একটি গুঞ্জন তৈরি হয়েছে অমিতাভ বচ্চনের 'কোন বনেগা ক্রোড়পতি'-শো টি নিয়ে। শোনা যাচ্ছে, এই শো নাকি ছেড়ে দিতে চান অমিতাভ। শোনা যাচ্ছে, এই শো আর করতে চান না অমিতাভ। তিনি নিজে এ নিয়ে কিছু না বললেও, ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস। সদ্যই সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটাস দিয়েছিলেন অমিতাভ। লিখেছিলেন, 'এবার বিদায় নেওয়ার সময়।' সেই সময়ে জল্পনা তৈরি হয়েছিল, এবার কি অভিনয় ছাড়তে চলেছেন অমিতাভ? তবে সেই গুঞ্জন উড়িয়ে অমিতাভ জানিয়েছিলেন, তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন না। তবে টানা শ্যুটিং আর তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। সেই কারণে ছোটপর্দা থেকে অব্যাহতি নিতে চান তিনি। 

আর অমিতাভ বচ্চনের 'কোন বনেগা ক্রোড়পতি' থেকে অবসর নেওয়ার গুঞ্জনের পাশাপাশি যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা অবশ্যই, কে নিতে চলেছে অমিতাভ বচ্চনের জায়গা? জনপ্রিয় এই শো -এর চিরকালই সঞ্চালনা করে এসেছেন অমিতাভ। তবে একটা বছরে কেবল মাত্র একটি সিজনের সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। তবে তিনি অমিতাভ বচ্চনের জনপ্রিয়তা টপকে যেতে পারেননি। তাঁর নিজস্ব স্টাইল এ শো-এর ক্ষেত্রে দর্শকদের ততটা মনগ্রাহী হয়নি। সেই জন্যই ফের ফিরিয়ে আনা হয়েছিল অমিতাভ বচ্চনকেই। তবে অমিতাভ যদি অবসর নেন, তবে 'কোন বনেগা ক্রোড়পতি'-র সঞ্চালক হিসেবে দৌড়ে প্রথমের দিকে নাম রয়েছে সেই শাহরুখ খানেরই। তবে শোনা যাচ্ছে, এই শো-এর সঞ্চালনা করতে পারেন ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও!

আরও পড়ুন: Athiya Shetty: রাহুল আথিয়ার আদুরে ফটোশ্যুট, হবু মাকে দেখে কী বললেন কিয়ারা, অনুষ্কারা?