মুম্বই: টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati)। দীর্ঘ প্রায় একুশ বছর ধরে চলছে এই জনপ্রিয় কুইজ শো। যেখানে সঞ্চালক হিসেবে উপস্থিত হন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তাঁর উপস্থাপনা, তাঁর ব্যারিটোন ভয়েস, তাঁর প্রতিযোগীদের সঙ্গে কথোপকথনের ধরন, তাঁর প্রশ্ন ছুড়ে দেওয়ার স্টাইল এছাড়াও আরও এমন অনেক কিছু রয়েছে, যা এতগুলো বছর ধরে 'কৌন বনেগা ক্রোড়পতি'র আকর্ষণকে ধরে রেখেছে। দর্শকের মধ্যে এই কুইজ শোয়ের জনপ্রিয়তা এতটুকুও কমেনি। সম্প্রতি 'কেবিসি'-র এক হাজারতম এপিসোডে অমিতাভ বচ্চন আবেগপ্রবণ হয়ে জানালেন, কোন পরিস্থিতিতে তিনি এই কুইজ শো সঞ্চালনার সিদ্ধান্ত নিয়েছিলেন।
সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, হাজারতম এপিসোডে অমিতাভ বচ্চনের সামনে হট সিটে বসে রয়েছেন তাঁর মেয়ে শ্বেতা বচ্চন এবং নাতনি নভ্যা নভেলি নন্দা। ভিডিওতে দেখা যায়, মেয়ে শ্বেতা অমিতাভ বচ্চনকে জিজ্ঞাসা করছেন যে 'কেবিসি'র হাজারতম এপিসোড নিয়ে তিনি কেমন অনুভব করছেন। মেয়ের এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অমিতাভ বচ্চন।
আরও পড়ুন - Kriti Shanon: সফল অভিনেত্রী হতে না পারলে কোন রাস্তা বেছে নিতেন কৃতী শ্যানন?
শ্বেতার প্রশ্নের উত্তরে অমিতাভ বচ্চন বলেন, 'দেখতে দেখতে একুশ বছর হয়ে গেল। সেই ২০০০ সালে শুরু হয়েছিল। আর সেই সময় আমার এত কিছু জানা ছিল না। সবাই বলেছিল, আপনি ছবি থেকে টেলিভিশনে যাচ্ছেন, বড় পর্দা থেকে ছোট পর্দায় যাচ্ছেন, আপনার ইমেজে এর প্রভাব পড়বে। কিন্তু তখন তাঁদের কীকরে বলব যে, আমার পরিস্থিতিটাই এমন ছিল। সেই সময় মনে হয়েছিল, ছবির দুনিয়ায় তখন কাজ পাচ্ছি না। কী করতে পারি সেই সময়। কিন্তু প্রথম এপিসোড সম্প্রচার হওয়ার পর এমন সমস্ত প্রতিক্রিয়া পেতে শুরু করলাম, তখন মনে হতে লাগল দুনিয়া বদলে গিয়েছে।'
অমিতাভ বচ্চনের এমন উত্তরে দর্শকও হাততালি দিয়ে অভিনেতাকে আরও স্বাগত জানাতে শুরু করেন। অমিতাভ বচ্চন আরও বলেন, 'সবথেকে ভালো বিষয় হচ্ছে, এখানে যতজন প্রতিযোগী এসেছেন এখনও পর্যন্ত, প্রত্যেকের কাছ থেকেই আমি কিছু না কিছু শিখেছি।'
প্রসঙ্গত, 'কৌন বনেগা ক্রোড়পতি'-র সঞ্চালনার দায়িত্ব ছাড়াও অমিতাভ বচ্চনের হাতে রয়েছে একাধিক ছবির কাজ। তাঁকে দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র', 'রানওয়ে ৩৪', 'ঝুন্ড' এবং আরও বেশ কয়েকটি ছবিতে।