নয়াদিল্লি: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে আগামী ২২ জানুয়ারি। আর তারই আগে নানাবিধ কর্মকাণ্ড চলছে সারা দেশ জুড়ে। রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন বহু বলি-তারকা। অমিতাভ বচ্চনও তার থেকে বাদ পড়েননি। এবার আরেক চমকপ্রদ খবর দিলেন অমিতাভ (Amitabh Bachchan)। অযোধ্যায় রামমন্দিরের কাছেই নাকি জমি কিনেছেন তিনি। সেখানেই থাকতে চান বিগ বি ? অধ্যাত্ম সাধনা, ভক্তিমার্গের পথে জীবন কাটাতেই কি এই পরিকল্পনা তাঁর ?


উত্তরপ্রদেশের অযোধ্যায় একটি সেভেন স্টার এনক্লেভে বাড়ি করতে চান অমিতাভ (Amitabh Bachchan) আর তাই সেখানে বিশালাকায় একটি প্লট কিনে ফেলেছেন তিনি। মুম্বইয়ের বাড়ি নির্মাতা দ্য হাউজ অফ অভিনন্দন লোধা এই জমির আয়তন বা দাম সম্পর্কে বিস্তারিত না জানালেও সূত্রের খবরে জানা যাচ্ছে অযোধ্যায় প্রায় ১০ হাজার বর্গফুট জমি কিনেছেন অমিতাভ যার বর্তমান মূল্য প্রায় ১৪.৫ কোটি টাকা। জায়গাটার নাম 'সরযূ'। একরের হিসেবে এর আয়তন ৫১ একরেরও বেশি। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের সময়েই এই জমিটিও উদ্বোধন করা হবে বলে জানা গিয়েছে।


কোথায় কিনলেন ?


রামমন্দির (Ram Temple) থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে এবং নিকটবর্তী বিমানবন্দর থেকে ৩০ মিনিটের দূরত্বে রয়েছে অমিতাভ বচ্চনের এই জমিটি। জানা গিয়েছে যে আগামী ২০২৮ সালের মধ্যেই এখানে গড়ে উঠবে একটি পাঁচতারা প্রাসাদোপম হোটেল।


কী বললেন বচ্চন ?


এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে অমিতাভ জানান যে, অযোধ্যার (Ayodhya) সরযূতে এক নতুন জার্নি শুরু করতে চলেছি আমি। দ্য হাউজ অফ অভিনন্দন লোধা এ ব্যাপারে আমাকে সাহায্য করছেন। ঐ জায়গাটা আমার হৃদয়ে গেঁথে গিয়েছে। ধর্মভাবনার যে ঐতিহ্যবাহী ধারা এই অযোধ্যার চারপাশে, আমাকে মানসিকভাবে খুবই আকৃষ্ট করে। ভৌগোলিক বাধা পেরিয়ে, সীমানা পেরিয়ে চলে যায় এই আধ্যাত্মিক আবহ।


অভিনন্দন লোধার মতে অমিতাভ বচ্চনই এই সরযূর প্রথম বাসিন্দা হতে চলেছেন এবং তাঁর এই বাড়িটি ক্রমে ক্রমে অযোধ্যার স্থানীয় ধর্মীয় চেতনার অন্যতম প্রতীক হয়ে উঠবে।


বচ্চন আরও বলেন যে, অযোধ্যার আত্মার ভিতরে যাত্রা শুরু হল এভাবে যেখানে ঐতিহ্য আর আধুনিকতা যেন হাত ধরাধরি করে চলেছে। বিশ্বের অন্যতম ধর্মীয় পীঠস্থান, আধ্যাত্মিক রাজধানীর বুকে আমি আমার বাড়ি গড়ে তুলতে চলেছি।'


বলাই বাহুল্য অমিতাভ বচ্চনের জন্মস্থান প্রয়াগরাজ অযোধ্যার সরযূ থেকে ৪ ঘণ্টার দূরত্বেই অবস্থিত। অনেকের ধারণা, অমিতাভ বচ্চনের এই বিনিয়োগ আখেরে অযোধ্যার অর্থনৈতিক সচ্ছলতারও কারণ হয়ে উঠবে ক্রমে ক্রমে।


আরও পড়ুন: Emraan Hashmi: ক্যান্সার যুদ্ধে জয়! 'সুপারহিরো' ছেলের জন্য লিখলেন বই, কঠিন সময়ের স্মৃতিচারণ এমরানের