নয়াদিল্লি: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এমরান হাশমি (Emraan Hashmi) তাঁর ১৩ বছরের ছেলের সঙ্গে ছবি পোস্ট করেন। ছেলে আয়ান হাশমির (Ayaan Hashmi) কাঁধে হাত দিয়ে একটি সাধারণ ছবি। সেই সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন যা হৃদয় ছুয়ে যায়। কী রয়েছে তাতে?


ছেলের সঙ্গে আবেগঘন ছবি-ভিডিও পোস্ট এমরান হাশমির


এমরানের ১৩ বছরের ছেলে আয়ানকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে খুদের হাতে একটি বই, যেটি এমরান লিখেছিলেন ছেলের জন্য। পুচকে সেই বইয়ের নাম পড়ে শোনাচ্ছে বাবাকে, আর সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করেছেন অভিনেতা। বইয়ের নাম 'কিস অফ লাইফ: হাউ এ সুপারহিরো অ্যান্ড মাই সান ডিফিটেড ক্যান্সার'। ছবি ও ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'এমন একজন যাঁর কাঁধে সবসময় আমি মাথা রাখতে পারি। আমার ছেলে, আমার বন্ধু, আমার সুপারহিরো - আয়ান!!!'


 






এমরান হাশমির ছেলে আয়ান হাশমির ক্যান্সার (Cancer) ধরা পড়ে ২০১৪ সালে এবং ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ লড়াইয়ের পর তাঁকে ক্যান্সার মুক্ত ঘোষণা করেন চিকিৎসকেরা। এমরানের পোস্টে অনুরাগীদের ভালবাসার বন্যা বয়ে যায়। 


গত ১৩ জানুয়ারি এই পোস্ট করেন তিনি। তবে একটি নয়, আরও একটি ছবি পোস্ট করেন এমরান। সেখানেই লিখলেন ছেলের ক্যান্সার ধরা পড়ার দশ বছর পূরণ হল। সেই ছবিতে আয়ানকে দেখা গেল ব্যাটম্যান সুপারহিরোর টিশার্ট পরে। কালো পোশাকে ট্যুইনিং করলেন বাবা-ছেলে। দীর্ঘ ক্যাপশনে অভিনেতা লেখেন, 'আয়ানের ডায়গনোসিসের আজ ১০ বছর হয়ে গেল... আমাদের জীবনের কঠিনতম সময়, কিন্তু বিশ্বাস ও আস্থার সঙ্গে, আমরা তা কাটিয়ে এসেছি। সবচেয়ে বড় ব্যাপার, আয়ান সেটা কাটিয়ে উঠেছে... এবং এখন সে আরও শক্ত। আপনাদের ভালবাসা ও প্রার্থনা দিয়ে আমাদের পাশে থাকার জন্য গভীরভাবে কৃতজ্ঞ।'


 






আরও পড়ুন: DDLJ: বছরের শুরুতেই 'অস্কার লাভ'! অ্যাকাডেমির স্বীকৃতি পেল শাহরুখ-কাজলের DDLJ


২০১৯ সালে এমরান হাশমি তাঁর এই কঠিন সময়ের কথা শেয়ার করেন। 'কৌন বনেগা ক্রোড়পতি ১১'-এ সঞ্চালক ও অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে কথা বলার সময় এমরান বলেন, 'আমার ছেলে আয়ানের সেরে ওঠার সময় - যে সময় ক্যান্সার আবারও ফিরে আসতে পারে - সবচেয়ে কঠিন সময় ছিল কারণ আমরা, অভিভাবকরা প্রচণ্ড ভয়ে কাটাই। গোটা প্রক্রিয়াটা মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়। এই রোগ নিয়ে রিসার্চ করতে গিয়ে জানতে পারি যে পুষ্টি খুব গুরুত্বপূর্ণ অংশ ট্রিটমেন্টের কারণ এই চিকিৎসা চলার সময় ভীষণ ভাল রোগপ্রতিরোধ ক্ষমতা থাকতে হয়। মেডিক্যাল ট্রিটমেন্টের পরবর্তী ফলো-আপ চিকিৎসায় নজর দেওয়া প্রয়োজন হয়, যার অংশ সঠিক পুষ্টি এবং মানুষটির ভাল থাকা, আর এটাই 'কাডল ফাউন্ডেশন'-এর লক্ষ্য ছিল।' এই অনুষ্ঠানে অভিনেতা এসেছিলেন 'কাডল ফাউন্ডেশন'-এর সিইও ও কর্ণধার পূর্ণতা দত্ত বহেলের সঙ্গে এসেছিলেন। এটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা যারা গরিব ক্যান্সার আক্রান্ত শিশুদের সাহায্য করে। কর্মক্ষেত্রে এমরান হাশমিকে সম্প্রতি দেখা গেছে সলমন খান ও ক্যাটরিনা কাইফের 'টাইগার ৩' ছবিতে, ভিলেনের চরিত্রে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।