মুম্বই : করোনা পরিস্থিতিতে দেশজুড়ে তীব্র অক্সিজেন সংকট দেখা দিয়েছে। এই অবস্থার মোকাবিলায় সিনেমা ও ক্রীড়া জগতের অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পাশে দাঁড়িয়েছেন বিগ বি-ও। পোল্যান্ড থেকে তিনি ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর কিনেছেন। এবং বৃহন্মুম্বই পুরনিগম-কে ভেন্টিলেটর দান করেছেন। নিজের ব্লগে এমনটাই জানিয়েছেন অমিতাভ বচ্চন। 


বৃহস্পতিবার তিনি ব্লগে লেখেন, "পোল্যান্ড সরকার, ওয়াকল-র মেয়র, ওয়ারশ-র ভারতীয় অ্যাম্বেসডর এবং LOT পোলিশ এয়ারলাইনকে ধন্যবাদ। বিভিন্ন জায়গা থেকে অক্সিজেন কনসেনট্রেটরের সাহায্য চেয়ে ফোন আসছিল। এইসব সংগ্রহ করা খুব কঠিন। যখন কোথাও অক্সিজেন কনসেনট্রেটর পাচ্ছিলাম না, তখন আমার বন্ধু ওয়াকল-র ভারতীয় কনসাল আমাকে সাহায্য করতে এগিয়ে আসেন।"


তিনি আরও লিখেছেন, "আমি কনসেনট্রেটর সংগ্রহ করছি বলে তিনি জানতে পেরেছিলেন। তাই পোল্যান্ডের একটি সংস্থার নাম ও বিবরণ জোগাড় করে দেন। জানান, এই সংস্থাটি অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে তা পৌঁছে দিচ্ছে। এরা আমার প্রয়োজন মেটাতে পারবে। আমি সঙ্গে সঙ্গে ওই সংস্থাকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটরের অর্ডার দিয়ে দিই। কনসেনট্রেটর খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। তাই এর জোগান কম রয়েছে। আমি ৫০টি কনসেনট্রেটর আনছি এবং ১৫ মে সেগুলি পাঠানো হবে। অন্য জায়গায় আরও ৬০টির অর্ডার দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সেগুলি চলে আসবে।"


এর পাশাপাশি বিগ বি BMC-কে ভেন্টিলেটর দেওয়ার কথাও জানান ব্লগে। লেখেন, "ভেন্টিলেটরেরও তীব্র চাহিদা রয়েছে। যখন আমি বৃহন্মুম্বই পুরনিগমকে বললাম আমি কিছু সাহায্য করতে চাই, তখন ওরা বলল টাকা নয়, ভেন্টিলেটর দিয়ে সাহায্য করতে। এটাও খুব কঠিন কাজ। কিন্তু, সৌভাগ্যক্রমে আরও একটি এজেন্সি এগিয়ে এসে আমাকে সাহায্য করে। আমি ২০টি ভেন্টিলেটর অর্ডার করেছিলাম। তার মধ্যে ১০টি এসে গিয়েছে। এবং সেগুলি আমি বৃহন্মুম্বই পুরনিগম এবং মুম্বইয়ের কয়েকটি পুর হাসপাতালকে দিতে পেরে খুশি। বাকি ১০টি ২৫ তারিখে চলে আসবে। সেগুলি আরও কয়েকটি হাসপাতালে বিতরণ করা হবে।"