মুম্বই: শনিবার রাতে কার্যত অনুরাগীদের চমকে দিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর সুস্থতার কামনা করে পোস্ট করেছেন নেট নাগরিকরা। কী পোস্ট করেছিলেন অমিতাভ বচ্চন? যা নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়?
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। যেকোনও বিষয়ে নিজের মতামত সেখানেই তাঁকে দিতে দেখা যায়। শনিবার রাতে তেমনই তাঁকে একটি পোস্ট করতে দেখেন নেট নাগরিকরা। নিজের টুইটার হ্যান্ডলে পোস্টে তিনি লেখেন, 'বুক ধরফর করছে। চিন্তা হচ্ছে। আশা আছে।' এই পোস্ট করার সঙ্গে নমস্কার করার এবং ভালোবাসার ইমোজি দিয়েছেন তিনি। অমিতাভ বচ্চনের এই পোস্টের পরই নেট দুনিয়া জুড়ে রীতিমত হইচই পড়ে যায়। তাহলে অসুস্থ হয়ে পড়েছেন বিগ বি? যদিও তারপরই আরও বেশ কিছু পোস্টে এই কথার মানে তিনি বুঝিয়ে দেন। যা দেখে হাঁফ ছেড়ে বেঁচেছেন অনুরাগীরা।
আরও পড়ুন - Mouni Roy Update: বিয়ের একমাস পূর্তি উদযাপন মৌনী রায়ের
অমিতাভ বচ্চনের প্রথম পোস্ট দেখে নেট নাগরিকদের অধিকাংশ তাঁর দ্রুত আরোগ্য কামনায় সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করতে থাকেন। কোনও নেট নাগরিক লিখেছেন, 'সবকিছু ঠিক হয়ে যাবে। চিন্তা করার কিছু নেই। অনেক ভালোবাসা।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'শরীরের যত্ন নিন। সুস্থ থাকুন ভালো থাকুন। অনেক ভালোবাসা। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন অমিতজি।'
অনুরাগীদের উদ্বেগ দেখে পরবর্তী আরও একটি পোস্ট করে অমিতাভ বচ্চন বিষয়া পরিস্কার করে দেন। তিনি জানান, আগের তিনি শ্যুটিংয়ের স্ট্রেস আর আসন্ন ফুটবল ম্যাচ নিয়ে চিন্তা করছিলেন। আর সেই সংক্রান্তই পোস্ট করেছিলেন তিনি। অমিতাভ বচ্চনের পছন্দের ফুটবল টিম চেলসির খেলা রয়েছে সামনে। আর সেই কারণেই উদ্বিগ্ন তিনি।