মুম্বই: প্রাপ্তির নিরিখে ঝুলি উপচে পড়ছে কারও। ২০২৪ সাল আবার অনেকের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। নতুন বছরে সেই পাওয়া-হারানোর হিসেব করতে বসলেন অমিতাভ বচ্চন? গভীর রাতে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। বিশেষ করে তিনি যে বার্তা লিখেছেন, তা যথেষ্ট অর্থবহ বলেও মনে করছেন অনুরাগীরা। (Amitabh Bachchan)
২০২৪ সালে রাজনীতি থেক শিল্পজগৎ, চলচ্চিত্র থেকে সঙ্গীত জগতের তাবড় নক্ষত্রকে হারিয়েছি আমরা। বিভিন্ন ক্ষেত্রে দেশের নাম উজ্জ্বল করেন তাঁরা। নতুন বছরে তাঁদেরই স্মরণ করলেন অমিতাভ। গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন অমিতাভ, তাতে 'দেশনায়ক' বলে তাঁদের উল্লেখ করেছেন অমিতাভ। (Bollywood Updates)
নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন অমিতাভ, যা কার্টুনের আকারে এঁকেছেন শিল্পী। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, শিল্পপতি রতন টাটা, তবলাবাদক, উস্তাদ জাকির হোসেন এবং চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালর মুখ ফুটিয়ে তোলা হয়েছে। ছবির বিষয়বস্তু ব্যাখ্যা করতে গিয়ে শিল্পী লিখেছেন, 'স্বর্গলোকে আমাদের নায়করা'।
ছবিতে আরও লেখা রয়েছে, 'একজন পার্সি, একজন মুসলিম, একজন শিখ এবং একজন হিন্দু ২০২৪ সালে মারা গিয়েছেন। গোটা দেশ তাঁদের জন্য শোকগ্রস্ত হয়ে পড়ে। শুধুমাত্র ভারতীয় হিসেবেই তাঁদের স্মরণ করে...'। ওই ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করেন অমিতাভ। বেশি কিছু লেখার আর প্রয়োজন বোধ করেননি অমিতাভ। শুধু লেখেন, 'ছবিটিই সবকিছু বলে দিয়েছে'।
অমিতাভ যদিও আলাদা করে কিছু লেখেননি, কিন্তু তাঁর পোস্টটি যথেষ্ট অর্থবহ বলে মনে করছেন অনুরাগীরা। বৈচিত্রের মধ্যে ঐক্য, যা ভারতের পরিচয়, অমিতাভের পোস্ট সেই দিকেই ইঙ্গিত করছে বলে মত সকলের। অমিতাভের ভাবনার প্রশংসা করেছেন অনেকেই।
গত ২৬ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন। তার তিন দিন আগে, ২৩ ডিসেম্বর মারা যান বেনেগল। ১৫ ডিসেম্বর মৃত্যু হয় জাকিরের। রতন টাটা মারা যান গত ৯ অক্টোবর। নতুন বছরে পা রেখে আগের বছরে হারানো মানুষজনকে স্মরণ করার পাশাপাশি, দেশকেও বার্তা দিলেন বলে মনে করছেন তাঁর অনুরাগীরা।